Mamata Banerjee: ইংরেজির পাশাপাশি বাংলারও কিছু কিছু জিনিস ছোটদের শেখান, এফ ডি ব্লকে বার্তা মুখ্যমন্ত্রীর
FD Block: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর সল্টলেকের এফডি ব্লক। একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এফডি ব্লকের দুর্গাপুজো উদ্বোধন করার পর সংক্ষিপ্ত ভাষণও দিলেন।
কলকাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর সল্টলেকের (Salt Lake) এফডি ব্লক (FD Block)। একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এফডি ব্লকের দুর্গাপুজো উদ্বোধন করার পর সংক্ষিপ্ত ভাষণও দিলেন। বাংলা ও এ রাজ্যের ইতিহাস চর্চার উপরই জোর দিলেন তৃণমূলনেত্রী।
কী বললেন মমতা?
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাংলাকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেস্টিনেশনে পয়লা স্থানাধিকারী বলে ঘোষণা করা হয়েছে।' এর পরই সংযোজন,'আমি নিশ্চয়ই চাইব আপনাদের ছেলেমেয়েরা ভাল করে ইংরেজি ভাষা শিখুক, অন্য ভাষাও শিখুক। কিন্তু বাংলার কিছু কিছু জিনিস যা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হত না, সেইগুলো কিছু কিছু যেন আমরা আমাদের ছোটদেরও শেখাই।...আমরাও এভাবে বাবা মায়ের হাত ধরে শিখেছিলাম।' এফডি ব্লকের প্রতিমারও প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর কথায়। মৃৎশিল্পীদের অভিনন্দন জানান তিনি। এর ঠিক আগেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে সুজিত বসুকে রাস্তার হাল ঠিক রাখার বার্তা দেন মমতা।
সতর্কবার্তা সুজিত বসুকে...
'রাস্তা যেন বন্ধ না হয়', শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে এসে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পাড়ার পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং। এদিন তাঁর উদ্বোধনের পর সুজিতের উদ্দেশে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর বার্তা, 'লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।' বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'তুমি দেখবে। ও যদি রাস্তা বন্ধ করে, আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব।' দায়িত্বশীল কোনও পদে থাকার অর্থ কী, এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে সেই বার্তা আরও এক বার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, সাধারণ মানুষ যাতে সবকটি পুজো দেখতে পান তার ব্যবস্থা করতে হবে। হলুদ পাঞ্জাবি পরা দমকলমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, 'হোয়েন ইউ আর দ্য মিনিস্টার, ইউ মাস্ট বি ফর দ্য কমনার।' মাথা নিচু করে সুজিতও জানালেন, 'দিদির' নির্দেশ অক্ষরে অক্ষরে মানবেন। মমতার অবশ্য় সংযোজন, 'আপনারা ভাববেন না পুজোর সময় আমি ছুটিতে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে তখন কিন্তু আমি পাহারাদার হিসেবে পাহারায় থাকি। ' ফের দমকলমন্ত্রীকে সতর্কবার্তা,'আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব।' রসিকতাচ্ছলে এটাও জানিয়ে রেখেছেন, যদি নির্দেশের অন্যথা হয়েছে তা হলে দিদির স্নেহের পরশের 'অন্য ভাষা 'শোনা যাবে। তিনি যে মাটির ভাষায় কথা বলতে ভালোবাসেন, সেটাও বলেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছরের রীতি মেনে তাঁর গলায় শোনা যায় স্তোত্রপাঠও। তবে যে ভাষায় তিনি রাস্তা বন্ধ না করার বার্তা দিয়েছেন, লাইমলাইট কেড়েছে সেটাই। গত বার সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা থিমের আদলে পুজোয় ব্যাপক ভিড় জমেছিল।