IPAC ED Raid: IPAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানা, কালই পথে নামছেন মুখ্যমন্ত্রী! কোথা থেকে কত অবধি মিছিল করবেন?
Mamata Banerjee on ED Raid: 'অসত্যের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার', হুঙ্কার মুখ্যমন্ত্রীর

কলকাতা: I-PAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানা, খবর পেয়েই গেলেন মুখ্যমন্ত্রী। কয়লা পাচার মামলা ও হাওয়ালা-যোগের তদন্তে কলকাতায় ED অভিযান চলে।
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ED। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন পৌঁছল মুখ্যমন্ত্রী। IPAC-এ ED-র তল্লাশি নিয়ে এবার প্রতিবাদে কালই পথে নামছেন মুখ্যমন্ত্রী। কাল দুপুর ২টো নাগাদ যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, প্রতীক জৈনের বাড়ি, IPAC-এর অফিসে তল্লাশি, বিক্ষোভে তৃণমূল। কলকাতা-সহ রাজ্য জুড়ে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। মানিকতলা, শিয়ালদায় বিক্ষোভ শাসক দলের। হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। বৌবাজার এলাকায় নয়না বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ-বিক্ষোভ। সল্টলেকেও তৃণমূলের বিক্ষোভে। যত সময় যাচ্ছে, বাইরে তৃণমূলের জমায়েতও বাড়ছে। বাসে করে করে আসছেন তৃণমূল কর্মীরা।
এদিন ৪ ঘণ্টা পর সেক্টর ফাইভের অফিস থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'হামলার প্রত্যুত্তর জনগণ দেবে'। আউট্রাম ঘাটের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে আসবেন মুখ্যমন্ত্রী।
কলকাতার CP মনোজ বর্মা পৌঁছনোর পর হাজির হন মুখ্যমন্ত্রীর। হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে বাইরে বেরোন মুখ্যমন্ত্রী। লাউডন স্ট্রিট থেকে সল্টেলেকে আইপ্যাক কর্ণধারের অফিসে পৌঁছন মুখ্যমন্ত্রী। সল্টলেকের অফিস থেকে বেশ কিছু কাগজপত্র ও ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। তদন্তে হস্তক্ষেপ ও তল্লাশিতে বাধার অভিযোগে হাইকোর্টে ED।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইডি তৃণমূলের IT সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে, এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক। প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED। এটাই কি অমিত শাহর কাজ? অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে? সেক্টর ফাইভে পার্টির আইটি অফিসেও তল্লাশি চালাচ্ছে ED। ইডি তৃণমূলের IT সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে, এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক। প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED। এটাই কি অমিত শাহর কাজ? অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে? সেক্টর ফাইভে পার্টির আইটি অফিসেও তল্লাশি চালাচ্ছে ED'। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী।






















