Mamata Banerjee: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সফরের আগে রাস্তা সারানোর উদ্যোগ, ঝাড়গ্রামে সরব স্থানীয়রা
Jhargram News: পথেই ওঁত পেতে বিপদ। একটু এদিক থেকে ওদিক হলেই দুর্ঘটনার আশঙ্কা। কোথাও পিচের প্রলেপ সরে বেরিয়ে এসেছে ইটের কঙ্কাল।

কলকাতা: দিকে দিকে খারাপ রাস্তা। মানুষের ভোগান্তি চরমে। সায়েন্সসিটি থেকে তারাতলা, দিকে দিকে রাস্তার বেহাল দশা। খারাপ রাস্তার তালিকায় রয়েছে চুঁচুড়া শহরও। অন্য়দিকে ঝাড়গ্রামে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সফরের আগে রাস্তা সারানো নিয়ে সরব হয়েছেন স্থানীয়দের একাংশ।
পথেই ওঁত পেতে বিপদ। একটু এদিক থেকে ওদিক হলেই দুর্ঘটনার আশঙ্কা। কোথাও পিচের প্রলেপ সরে বেরিয়ে এসেছে ইটের কঙ্কাল। কোথাও আবার রাস্তায় তৈরি হওয়া গর্তে জল জমে তৈরি হয়েছে মরণফাঁদ। কলকাতা সহ বিভিন্ন রাস্তায় রয়েছে এমন ছবি। দিকে দিকে রাস্তার বেহাল দশা। ঝাড়গ্রাম পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্য়ে প্রত্য়েক ওয়ার্ডেই রয়েছে খারাপ রাস্তা। খানাখন্দে ভরা রাস্তায় জল জমে আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে মুখ্য়মন্ত্রীর সফরের আগে শুরু হল রাস্তা মেরামতি। জেলা প্রশাসন সূত্রে খবর, ৬ অগাস্ট ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত র্যালি করবেন তিনি। পাশাপাশি ৭ অগাস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভা রয়েছে মুখ্য়মন্ত্রীর। যে রাস্তায় মুখ্য়মন্ত্রী র্যালি করবেন এবং সভাস্থলে পৌঁছবেন সেই রাস্তা ২টি মেরামতির শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফে। এক বাসিন্দা বলেন, "৬ তারিখে মুখ্য়মন্ত্রী আসবেন তার জন্য় হইহই পড়ে গেছে। মুখ্য়মন্ত্রী আসবেন বলে লোক দেখানো হচ্ছে। ইটের খোয়া দিয়ে সারানো হচ্ছে। আবার সেই একই ঘটনা ঘটবে।'' পাল্টা পুরসভার চেয়ারপার্সন বলেন, "বৃষ্টির জন্য়ই সারানো হয়নি। পুজোর আগে সারানো হয়ে যাবে। সব করা হবে।''
কলকাতায় বিভিন্ন রাস্তার অবস্থা বেহাল। সায়েন্স সিটির সামনে দাঁড়িয়ে। যানবাহন ধীর গতিতে চলছে। মেরামতি কবে হবে সেই নিয়ে প্রশ্ন। পার্কসার্কাস ৪ নম্বর থেকে সায়েন্স সিটি আসার রাস্তা বেহাল। বৃষ্টি হলে গর্ত বোঝা যায় না। বিপদ হয় প্রায়শই। তারাতলা রোডের ছবি আরও খারাপ। স্থানীয়দের একাংশের অভিযোগ, মাঝেমাঝে তাপ্পি মেরে রাস্তা সারাইয়ের কাজ হয়। কিন্তু অস্থায়ীভাবে। গর্ত যেখানে সেখানে শুধু স্টোনচিপ, মাটি ফেলা হয়। কিন্তু, কয়েক পশলা বৃষ্টি হলেই ফের বেরিয়ে আসে রাস্তার কঙ্কালসার চেহারা। খারাপ রাস্তার ছবি ধরা পড়েছে হুগলির চুঁচুড়াতেও। বিবেকানন্দ রোড, তালডাঙ্গা রোড, হসপিটাল রোড এবং নেতাজি সুভাষচন্দ্র রোডে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত।





















