Mamata Banerjee: নাম নিলেন না পার্থর, বিজেপি-কে আক্রমণে ব্যাপম কেলেঙ্কারির উল্লেখ মমতার
Vyapam Scam: নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা পাচার, তৃণমূলের হেভিওয়েট নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়করা যখন ইডি-সিবিআইয়ের জালে, পাল্টা ‘সম্মানহানি’র অভিযোগে সরব হলেন তৃণমূল নেত্রী।
আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, কলকাতা: নিয়োগে দুর্নীতি (SSC Scam) ইস্যুতে রাজ্যকে লাগাতার আক্রমণ করছে বিজেপি (BJP)। এবার পাল্টা মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশ্ন, ব্যাপম কেলেঙ্কারিতে (Vyapam Scam) কি মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছিলেন? পাল্টা কটাক্ষ করেছে বিজেপি-ও (BJP)।
মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী
নিয়োগে দুর্নীতির অভিযোগে তুলকালাম চলছে বাংলায়। বুধবার অভিনব দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। এই অবস্থায় নদিয়া থেকে কখনও রক্ষণাত্মক, আবার কখনও আক্রমণাত্মক কৌশল নিলেন মমতা। কৃষ্ণনগরের সভায় তিনি বলেন, "একটা-দুটো লোক ভুল করতে পারে। সকলে ভুল করে না। মা-বোনেরা বলুন, আপনাদের পাঁচটা ছেলে সমান? একটা ছেলে একটু এ দিক-ও দিক হতেই পারে। তাকে শাসন করে ভাল করতে হয়। নেতাজি বলেছিলেন, ভুল করার অধিকারও একটা অধিকার। আমি চাই তৃণমূল কর্মীরা মাথা উঁচু করে চলবে। কোনও লোভ যেন তাদের না গ্রাস করে। লোভ করে অর্থ করা মানে সমাজে বদনাম হওয়া।’’
তৃণমূলের নেতা-কর্মীদের মমতার বাঁতা, ‘‘যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট থাকুন"। আর তার পরই বাংলায় নিয়োগ দুর্নীতি ইস্যুর পাল্টা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে আনেন মমতা। একদা তৃণমূলের তরফে এই নদিয়ারই পর্যবেক্ষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়,
যিনি এখন জেলবন্দি। তৃণমূল নেত্রীর মুখে উঠে এল তাঁর প্রসঙ্গও। মমতার বলেন, "তুমি নিজের ইলেকশন আসলে কোটি কোটি টাকা তুলছ? আর এজেন্সি দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছো! তোমার রাজ্যে ব্যাপম হয়েছিল। মধ্যপ্রদেশে ক’জন অ্যারেস্ট হয়েছে, আমি জানতে চাই। এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়েছে কি না, আমি জানতে চাই। প্রাক্তন এডুকেশন মিনিস্টারের কেস সাবজুডিস আছে, আমি কোনও কথা বলব না। যদি অন্যায় করে কোর্ট ব্যবস্থা নেবে।"
নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা পাচার, তৃণমূলের হেভিওয়েট নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়করা যখন ইডি-সিবিআইয়ের জালে, পাল্টা নদিয়ার সভা থেকে এজেন্সি দিয়ে ‘সম্মানহানি’র অভিযোগেও সরব হলেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, "পঞ্চায়েত ইলেকশনে তারা যদি কাজ করতে না পারে, লোকসভা ইলেকশনে যাতে কাজ করতে না পারে, এখন থেকে আমার অফিসারদের ভয় দেখাচ্ছে। আমাদের সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে। আপনার বাড়িতে যদি ED যায়, যদি CBI যায়, আপনার মান সম্মান নিয়ে কথা হবে না? আপনার মানসম্মান নষ্ট হবে না? এরা চায় তৃণমূল কংগ্রেসের মানসম্মান নষ্ট করার জন্য। আর আমরা চাই এটাকে রুখে দেওয়ার জন্য। লড়বার জন্য। ক’জন আছে দেখি ওরা জেলে ভরতে পারে।"
নিয়োগে দুর্নীতির অভিযোগে তুলকালাম চলছে বাংলায়
পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে যত, ততই নিয়োগ দুর্নীতি ইস্যুতে চড়ছে উত্তাপের পারদ। চলছে শাসক-বিরোধী বাগযুদ্ধ। কিন্তু প্রশ্ন একটাই, নিয়োগ দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধান কবে হবে? বুধবার দুপুরে শহরের রাস্তায় ধুন্ধুমার বাধলেও, এখনও অন্ধকারেই চাকরিপ্রার্থীরা।