Mamata Banerjee: ‘বেতন নিয়ে চিন্তা ছিল, আপাতত সেটা হল, ধৈর্য ধরুন…’, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বার্তা মমতার
Mamata on SSC Scam: নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা।

কলকাতা: নতুন নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত Non-Tainted শিক্ষক-শিক্ষিকারা স্কুলে গিয়ে পড়াতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। তবে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি ও ডি কর্মীদের এই সুযোগ দেওয়া হয়নি। সেই নিয়ে এবার চাকরিহারাদের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আইনি উপায়েই পথ বের করবেন তিনি। (Mamata Banerjee)
বৃহস্পতিবার রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ এবং SSC-র আবেদনের ভিত্তিতেই নতুন করে নিয়োগ সারার সময়সীমা বাড়িয়েছে শীর্ষ আদালত। আর তার পরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, "ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত। আপাতত এটা স্বস্তি। ওদের বেতন নিয়ে চিন্তা করছিলাম আমরা। কারণ আগের রায় অনুযায়ী, বেতন দেওয়া যেত না। আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। আমাদের সরকার কথা দিয়েছিল। ওদের যাতে অসুবিধা না হয়, আমাদের সেই আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে।" (Mamata on SSC Scam)
যোগ্য-অযোগ্যের বিচার হবে কী করে, কতদিন এই অবস্থা চলবে, তা নিয়েও এদিন নিজের অবস্থান জানান মমতা। তিনি বলেন, "অনেকে বলছেন, ২০২৬ পর্যন্ত যাবে। প্রশ্নই নেই। এ বছরের মধ্য়েই সমাধান হয়ে যাবে। যদি আপনারা সবাই পাশে থাকেন। আমরা যেটা করব, আশাকরি ভুল করব না। কারণ মানুষের কাজে ভুল করি না আমি। কথা বলতে গিয়ে উচ্চারণে ভুল হয়, আমি ভাল হিন্দি জানি না, আমি ইংরেজি জানি না। আমি স্বীকার করছি, আমি এলিট ক্লাসের নই। আমি ওঁদের শ্রদ্ধা করি যদিও। আপাতত কিছুটা সময় পেয়েছি আমরা। শিক্ষক-শিক্ষিকারা অন্তত যথা সময়ে বেতন পাবেন। এটা একটা বড় স্বস্তির খবর।"
চাকরিহারাদের উদ্দেশে মমতা বলেন, "একটা স্বস্তি যখন হয়, ভবিষ্যতের স্বস্তি তার উপর নির্ভর করে। সুতরাং শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ, মন দিয়ে কাজ করুন। চিন্তা করবেন না। আমরা আমাদের সমব্যথী, সহসাথী। আপনাদের বেদনায় আমাদেরও বেদনা।"
শিক্ষকরা আপাতত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও, শিক্ষাকর্মীদের কী হবে জানতে চাইলে মমতা বলেন, "আমাদের যা করণীয় করব। আমার উপর ছেড়ে দিন বিষয়টা। আমাদের আইনজীবীদের দিল্লি থেকে আসতে দিন। ওঁদের সঙ্গে বসব, কথা বলব। সমস্যার সমাধান করতে সময় লাগে। তাড়াহুড়োতে কারও কথায়, প্ররোচনায় পা দেবেন না। আইনের প্রতি ভরসা রাখুন, আমাদের উপর বিশ্বাস রাখুন। আইনের সাহায্যে কোনও না কোনও পথ খুঁজে বের করব। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন।"






















