Mamata Banerjee: 'এবার কেন্দ্রের সরকার কিন্তু...', মুম্বই থেকে মমতার কথায় কীসের ইঙ্গিত?
Mamata on Modi Government: এদিন উদ্ধব ঠাকরে, শরদ পওয়ারের সঙ্গে বৈঠক মমতার। কী আলোচনা হচ্ছে?
কলকাতা: কদিন পরেই সংসদে বাজেট অধিবেশন। তার আগে মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১১ জুলাই তিনি মুম্বই পৌঁছেছেন। আজ একাধিক মিটিং রয়েছে মমতার। এদিন মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরেই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
এতদিন উদ্ধবের (Uddhav Thackeray) সঙ্গে সাক্ষাতের পরে মমতা বলেছেন, 'এবার কেন্দ্রের সরকার কিন্তু স্থায়ী সরকার নয়। খেলা শুরু হয়ে গিয়েছে, চলতে থাকবে।' এদিন শরদ পওয়ারের সঙ্গেও দেখা করেছেন মমতা। সূত্রের খবর, সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস, শিব সেনা (উদ্ধব) এবং এনসিপি (শরদ)- এরা সবাই মিলে সমঝোতার মাধ্যমে বিজেপিকে কড়া টক্করের মুখে ফেলার পরিকল্পনা শুরু করতে পারেন। সেই আবহেই হতে পারে আলোচনা। এর আগে লোকসভা নির্বাচনে INDIA জোট মহারাষ্ট্রে এনডিএ-কে কড়া টক্করে ফেলেছিল।
উপলক্ষ মুকেশ অম্বানির ছেলের বিয়ে। ৩ দিনের মুম্বই সফরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তারই ফাঁকে ইন্ডিয়া জোটের শরিক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, NCP প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক সারলেন মমতা। বৈঠক সারলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গেও। এরই মধ্য়ে মুম্বই থেকেই নরেন্দ্র মোদি সরকারের স্থায়িত্ব নিয়েও ভবিষ্য়দ্বাণী করলেন তিনি।
চলতি বছরের শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেখানে বিরোধীদের মহাবিকাশ অঘাড়ি জোটের হয়ে প্রচারে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে উদ্ধব ঠাকরে। তাতে রাজি হয়েছেন তৃণমূল নেত্রী। মাতশ্রী থেকে সোজা শরদ পাওয়ারের বাড়ি সিলভার ওকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও প্রায় ৪০ মিনিট কথা হয় দুই দলের প্রধানের মধ্যে। তিনি জানান, রাজনৈতিক কথা হয়েছে, পরিবারিক বন্ধুত্ব রয়েছে তাই মুম্বই এলেই তিনি এখানে আসেন। বৈঠকের পর সোশাল মিডিয়ায় বৈঠকের ছবি দিয়ে পোস্ট করেন শরদ পওয়ার।
पश्चिम बंगालच्या मुख्यमंत्री ममता बॅनर्जी आज मुंबई दौऱ्यावर असताना त्यांनी मुंबईच्या निवासस्थानी सदिच्छा भेट दिली. pic.twitter.com/Jp8r7oB2Y2
— Sharad Pawar (@PawarSpeaks) July 12, 2024
লোকসভা ভোট মিটতেই দিল্লিতে গিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে, আম আদমি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে দিল্লি থেকে মুম্বই উড়ে গিয়ে শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন তিনি। ঠিক তখন যেমন প্রশ্ন উঠেছিল, এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বৈঠক ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি 'INDIA' জোটের মধ্য়েই 'কংগ্রেস-বিরোধী জোট' তৈরির চেষ্টা করছে তৃণমূল?
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ, 'কারা যোগাযোগ বাড়াচ্ছে বেশি করে সেই সব রাখুন, তারপরে উনি এই সরকারের কথা চিন্তা করবেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন : 'খেতে দেয় না ছেলে-বউরা' খাবারের খোঁজে রাস্তা হারালেন বৃদ্ধা, ঠিকানা খুঁজে দিল হ্যাম রেডিও