Mamata Banerjee On NRC : 'নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কীকরে, ভুল বোঝানো হচ্ছে', NRC নিয়ে ফের সরব মমতা
Mamata Banerjee : 'নাগরিক না হলে আপনি ভোট দেন কীকরে ? এগুলো সব মিথ্যে কথা বলা হচ্ছে, আমরা সবাই নাগরিক'
রায়গঞ্জ : বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ( Shantanu Thakur ) ১ সপ্তাহের মধ্যে CAA লাগুর দাবি করার পরই ফের একবার বাংলার রাজনীতিতে তুঙ্গে তরজা NRC, CAA নিয়ে। এই বিষয়ে সোমবার কোচবিহারের সভা থেকে পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee ) । আবারও রায়গঞ্জের সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, 'আমরা বাংলায় এনআরসি করতে দেব না'।
আপাতত উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন, 'নাগরিক না হলে আপনি ভোট দেন কীকরে ? এগুলো সব মিথ্যে কথা বলা হচ্ছে, আমরা সবাই নাগরিক'
গত লোকসভা ভোট থেকেই সিএএ লাগু করার কথা বলে আসছে বিজেপি। ভোট এলেই এ রাজ্য়ে মাথাচাড়া দেয় CAA বা নাগরিকত্ব ইস্যু। সামনেই লোকসভা ভোট। তাই সিএএ লাগু করার হাওয়া তুলে ভোটের বাজারে ডিভিডেন্ড পেতে চাইবে বিজেপি। আর বরাবরের মতো সিএএ ইস্যু নিয়ে বিপরীত মেরুতে তৃণমূলের অবস্থান।
সম্প্রতি কাকদ্বীপের সভা থেকে ১ সপ্তাহের মধ্যে CAA লাগুর দাবি করেছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর তার ঠিক পরেই জনসভায় মমতার মুখে উঠে এসেছে এনআরসি বিরোধিতার প্রসঙ্গ। যে NRC চালু নিয়ে বর্তমানে কোনও উচ্যবাচ্য নেই, তা নিয়েই সোমবার কোচবিহারের সভা থেকে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সোমবার কোচবিহারের সভা থেকে রাজবংশীদের উদ্দেশে তিনি বলেন, 'রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্য়েই নাগরিক। নতুন করে ক্য়া ক্যা করে চিৎকার করছে। এটা ফ্যা ফ্য়া ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। আপনাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি'
সোমবারও মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন, 'BSF বর্ডার এরিয়ার ভিতরে ঢুকে, আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না।' মঙ্গলবার আবারও তৃণমূলনেত্রীর মুখে শোনা গেন সেই প্রসঙ্গ। বললেন, ' BSF কোনও কার্ড দিতে এলে বলে দেবেন, আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড নেব না! আমি তোমার দু-নম্বরি কার্ড নেব না! ওই কার্ড যদি নেন, NRC-তে পড়ে যাবেন।'
বিজেপিতে আক্রমণ করে এদিন রায়গঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির রাজ্যে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ। ক্ষমতায় এসে সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি কী খাবেন সেটা আপনার অধিকার। আপনি কী পোশাক পরবেন সেটা কিন্তু আপনাদের অধিকার'
CAA চালুর প্রতিশ্রুতি দিয়ে, গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু, পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই গেছে তৃণমূলের দিকে। এবার কি হতে পারে ভোটের মার্কশিট? বলবে সময়।
আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী