Mamata on Anis Khan Investigation: ‘সিঙ্গুর-নন্দীগ্রামে কী করেছে সিবিআই! পুলিশের মনোবল ভেঙে দেবেন না’, আনিস তদন্ত নিয়ে মমতা
Mamata on Anis Khan Investigation: বুধবার নবান্নের (Nabanna) সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই আনিসকে নিয়ে রাজ্য জুড়ে অশান্তির তীব্র সমালোচনা করেন তিনি।
কলকাতা: ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। পরিবার এবং আন্দোলনকারীদের তরফে দাবি তোলা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-কে দিয়ে তদন্ত করানোর। তা নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, সিঙ্গুর (Singur) থেকে নন্দীগ্রাম (Nandigrm), উন্নাও থেকে হাথরস, সিবিআই-কে দিয়ে কোথাও অপরাধের সুরাহা হয়নি। তাই রাজ্য পুলিশের নীতিবোধের উপর আঘাত না হেনে, আইনের উপর বিশ্বাস রাখা উচিত সকলের।
বুধবার নবান্নের (Nabanna) সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই আনিসকে নিয়ে রাজ্য জুড়ে অশান্তির তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ‘‘অন্যায় হয়ে থাকলে, প্রশাসনের কেউই রেহাই পাবেন না। সিপিএম (CPM) দেখাতে পারবে নন্দীগ্রামে কাউকে গ্রেফতার করেছে বলে? লক্ষ্ণণ সেন গ্রেফতার হয়েছে? সিঙ্গুরে তাপসী মালিক হ্যাতার পর কেউ গ্রেফতার হয়েছিল? তখন তো সিবিআইয়ের হাতেই তদন্তভার ছিল! এখন সবাই সিবিআই সিবিআই করে চিৎকার করছেন। রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা হয়েছে আজ পর্যন্ত! সে-ও তো সিবিআইয়ের হাতে ছিল!একটি মানুষও বিচার পেয়েছেন? উল্টে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর নামে চার জনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। কী বিচার পেয়েছে?’’
আরও পড়ুন: Anish Khan Death: আনিস খানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দু’জন পুলিশকর্মী, জেরা করা হচ্ছে আরও চারজনকে
ছাত্রনেতার মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। বাম এবং বিজেপি-কে একযোগে নিশানা করে বলেন, ‘‘আজ ক্ষমতায় নেই বলে সিবিআই সিবিআই চিৎকার করছে। রাজ্যের পুলিশ ব্যবস্থায় অস্থিরতা তৈরি করা হচ্ছে। ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের নীতিবোধ। মনে রাখবেন, আগামী দিনে বাড়িতে চুরি হলে পুলিশ ডাকবেন না তো! কেউ অন্যায় করে থাকলে, অবশ্যই শাস্তি পাবেন। ১ লক্ষের মধ্যে ১০ জন অন্যায় করলে, ওই ১০ জন শাস্তি পাবেন। তাই বলে ১ লক্ষ লোকই খারাপ, তা মনে করা ঠিক নয়।’’
আনিসের হত্যাকে ঘিরে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা চলছে বেলও অভিযোগ তোলেন মমতা। তাঁর সাফ বার্তা, বাংলা শান্তির মাটি। তাই বাংলার মাটিকে কাউকে আঁচড়াতে, কামড়াতে দেবেন না তিনি। তিনি জানান, এই ঘরনের ঘটনা অবশ্যই দুর্ভাগ্যজনক। তবে দেখা উচিত, সরকার ব্যবস্থা নিচ্ছে কি না। মমতার যুক্তি, উত্তরপ্রদেশের উন্নাও, হাথরস এমনকি এনআরসি-সিএএ আন্দোলনে একটি একটি করে লোক মারা পড়লেও, সিিবআই নামিয়েও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই জায়গা থেকে রাজ্য সরকার আমতার ঘটনায় কড়া পদক্ষেপ করছে। কোনও ভাবে তদন্তকে যাতে প্রভআবিত করতে না পারেন, তাই দুই পুলিশকর্মীকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।