Mamata Banerjee : কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও স্লোগান ? ২১ শের মঞ্চ থেকে মণিপুর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
Mamata Banerjee On Manipur : ২১ জুলাই ভাষণের শুরুতেই মমতা ধিক্কার দিলেন বিজেপির বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগানকে। বললেন, কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান ?
![Mamata Banerjee : কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও স্লোগান ? ২১ শের মঞ্চ থেকে মণিপুর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার Mamata Banerjee Slams Central BJP Govt Manipur Govt on Manipur Incident from 21 July Rally Mamata Banerjee : কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও স্লোগান ? ২১ শের মঞ্চ থেকে মণিপুর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/74617dbcdce795bb21712bc4340b0497168993579180053_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : ২১ শের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) সকলেই মণিপুরের ঘটনার ( Manipur Violence ) তীব্র নিন্দা করে তোপ দাগলেন বিজেপির ( BJP ) বিরুদ্ধে। ভাষণের শুরুতেই ধিক্কার দিলেন বিজেপির বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগানকে। বললেন, কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান ?
মণিপুরের মানুষের পাশের দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। বললেন, আমরা আপনাদের সঙ্গে আছি। বললেন, মণিপুরে যা চলছে, বেটি জ্বলছে.. মণিপুর জ্বলছে.. সারা ভারত জ্বলছে। কেন্দ্রকে ধিক্কার দিয়ে তিনি বলেন, 'আমরা সলিডারিটি জানাই, মণিপুরের জন্য। অন বিহাফ অফ বেঙ্গল, অন বিহাফ অফ ইন্ডিয়া আমরা বলতে চাই, আপনাদের সঙ্গে আছি। মণিপুরে যা চলছে, বেটি বাঁচাও স্লোগান দিয়েছেন আপনারা। আজ বেটি জ্বলছে। মণিপুর জ্বলছে,গোটা দেশ জ্বলছে। রেস্টলার যার বিরুদ্ধে কেস ছিল তাঁর বেল হয়ে গেল। মহিলার ইজ্জত লুঠছে। মহিলা আমাদের মা, আমাদের আম্মা, আমাদের বোন। আনেওয়ালা চুনাও মে মহিলা লোগনে ইন্ডিয়া থেকে দূরে ছুড়ে ফলবে রাজনীতির জন্য। মহিলা আমাদের সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, রোশনারা, জাহানারা। আমাদের রাজবংশী থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সমস্ত মা বোনেরা আমাদের মা বোন।'
মণিপুর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো হয়েছিল। তখন মোদি শাহ কর্ণাটকে ভোট প্রচার করছিল। ২ মাস আগের ঘটনা। এখনও ব্যবস্থা নেয়নি। আমাদের নেত্রী চিঠি লিখেছিল মণিপুর নিয়ে। উত্তর দেয়নি। দু মাস পর দিয়েছে। এটা দেশের লড়াই। গলা কেটে দিলেও লড়তে হবে। '
অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। শতাধিক মৃত্যু, হাজার হাজার মানুষ ঘরছাড়া, ত্রাণশিবিরে হাহাকার। তারই মধ্যে ২ মহিলার ওপর নৃশংস অত্যাচারের অভিযোগে তোলপাড় হয়েছে দেশ! বিরোধীদের অভিযোগ, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য় ও কেন্দ্রের বিজেপি সরকার পুরোপুরি ব্য়র্থ। সুপ্রিম কোর্টও হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে আদালতই পদক্ষেপ নেবে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই তৃণমূল ট্যুইট করে তীব্র নিন্দা করে এই ঘটনার। লেখা হয়, কেন মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে না কেন্দ্র? কেন চুপ মহিলা কমিশন? মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে কীসের নারীশক্তি? ট্যুইটারে মোদি সরকারকে এভাবেই নিশানা করে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)