Mamata Banerjee : 'ওদের একদম বকবেন না', মাধ্যমিক পরীক্ষার্থীর মায়েদের বিশেষ পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী
Madhyamik Examination : বাকি আছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, পরীক্ষা ভাল হবে, চিন্তা করবেন না।

চলছে মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা । আর এদিনই প্রতিবারের মতো স্কুলে স্কুলে ঘুরে অভিভাবকদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণের কাছাকাছি পৌঁছে যাওয়াতেই তিনি অন্যদের থেকে আলাদা। বরাবরই শিশুরা তাঁর প্রিয়। তাই মাধ্যমিকের মাঝে পরীক্ষা কেমন চলছে, দেখতে এলগিন রোডের কাছে ইউনাইটেড মিশনারি স্কুলে পৌঁছে গিয়েছিলেন তিনি। মা-বাব থেকে স্কুল কর্তৃপক্ষ, সকলের সঙ্গেই কথা বললেন। কিন্তু পরীক্ষা চলছে বলে স্কুলের ভেতর ঢুকলেন না মুখ্যমন্ত্রী। জিগ্যেস করলেন, কেমন হচ্ছে পরীক্ষা। মায়েরাও জানালেন, ভাল হচ্ছে পরীক্ষা। বাকি আছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, পরীক্ষা ভাল হবে, চিন্তা করবেন না।
সর্বভারতীয় বোর্ড সিবিএসসি ও আইসিএসইতে নম্বর বরাবরই বেশ ভাল ওঠে। তাই মুখ্যমন্ত্রীও দরাজ হাতে নম্বর দেওয়ার পক্ষপাতী। বললেন 'আমাদের সময় তো ৪০ নম্বরও ছিল অনেক। এখন আমি বলে দিয়েছি গড়ে ৮০-৯০ নম্বর দিতে। আর প্রশ্নও যেন সহজ করা হয়, বলেছি। ' মুখ্যমন্ত্রী বলেন, সর্বভারতীয় স্তরে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে নম্বরে পাল্লা দিতে গেলে, ভাল নম্বর পেতে হবে। তাই মুখ্যমন্ত্রীও বেশি করে নম্বর দিতে বলেন। অভিভাবকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ....'ওদের বকবেন না'।
কলকাতার সুপ্রাচীন স্কুল ইউনাইটেড মিশনারি। মুখ্যমন্ত্রী এসেছেন শুনে বাইরে বেরিয়ে আসেন শিক্ষক - শিক্ষিকারা। তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর মুখ্যমন্ত্রী বলেন, স্কুলে যদি রং করাতে চান, আনুমানিত খরচের বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাতে। তিনি ব্যবস্থা নেবেন।
পরীক্ষা শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, সোমবার থেকে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাচ্ছেন সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষার সময় সকাল ১১টা থেকে দুপুর ২টো ।
এর মধ্যে একমাত্র মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার ২ টি প্রশ্ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ওই ২টি প্রশ্নের অঙ্কে হাত দিলেই পূর্ণ নম্বর পেয়ে যাবে পরীক্ষার্থীরা। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এখন বাকি আর মাত্র দুটি পরীক্ষা ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান।






















