Mamata Banerjee : ২১-এর মঞ্চে শহিদ ঝন্টু আলি শেখ বিতান অধিকারীর মা-বাবা, তুলে দেওয়া হল ১ লক্ষ টাকা করে সাহায্য
নদিয়ার তেহট্টের শহিদ ঝন্টু আলি শেখের বাবাকে হাত ধরে সভাস্থলে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজের ছিলেন বিতান অধিকারীর মা-বাবাও।

কলকাতা : ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরনে হিন্দু পরিচয় জেনে, পর্যটকদের গুলি করে খুন করেছিল জঙ্গিরা। তারপরই, জঙ্গিদের খোঁজে উপত্য়কা জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। সেই সময়ে উধমপুরে, জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো, নদিয়ার তেহট্টের ঝন্টু আলি শেখ। সেই শহিদ পরিবারকে সম্মান জানানো হল ২১ জুলাইয়ের মহাসমাবেশের মঞ্চ থেকে। এদিন নদিয়ার তেহট্টের শহিদ ঝন্টু আলি শেখের বাবাকে হাত ধরে সভাস্থলে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গলায় পরিয়ে দেন উত্তরীয়। তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ টাকা। এর আগে মুর্শিদাবাদ সফরে গিয়ে উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত কমান্ডো ঝনটু আলি শেখের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিহত কমান্ডোর স্ত্রীকে চাকরি দেওয়ার কথাও বলা হয়। দুঃখে বুক ভাঙলেও, শহিদ ছেলের জন্য গর্বিত বাবা সবুর আলি শেখ।
অন্যদিকে, কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে বেঘোরে প্রাণ হারিয়েছিলেন কলকাতার বিতান অধিকারী । সেই বিতানের মা-বাবার হাতেও ১ লক্ষ টাকা সাহায্য অর্থ তুলে দেওয়া হল ২১ জুলাই সভাস্থলে। পহেলগাঁওয়ের ঘটনার পর বিতানের পরিবারের সদস্যের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ২১ জুলাই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বিতানের মা ও বাবাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন। তৃণমূল সুপ্রিমো জানালেন, তৃণমূলের কর্মীরা এই দুই পরিবারকে সাহায্য করতে ১ টাকা করে দিয়েছেন। তাতেই এই অর্থ জোগাড় করা সম্ভব হয়েছে।
এদিন শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '৩৩ বছর ধরে এই দিনটা শহিদ দিবস, গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। ২১ জুলাইয়ের আন্দোলন না হলে আপনারা ভোটাধিকার পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, ১৩জন জীবন দিয়েছিলেন'। এদিন সেই ১৩ জন শহিদের পাশাপাশি পহেলগাঁও হামলার পরে শহিদ ঝন্টু আলি শেখদেরও কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী।
এদিন একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলন শুরুর ডাক দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২৭ জুলাই থেকে শুরু... জব্দ হবে, স্তব্ধ হবে, এটাই স্লোগান, ঘোষণা করলেন মমতা।






















