Mamata Banerjee: ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ির আনাচ-কানাচে মমতা, গভীর রাত পর্যন্ত পথে মুখ্যমন্ত্রী
Jalpaiguri Storm: জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। আহতদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে দেখে বিপদের কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জলপাইগুড়ি: ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ির (Storm at Jalpaiguri) ময়নাগুড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রাকৃতিক বিপর্যয়ের কথা শুনেই রাতেই জলপাইগুড়িতে পৌঁছে যান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাতেই পৌঁছন সেখানে। তারপর গভীর রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ২টো পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। আহতদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে দেখে বিপদের কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তাঁদের সবাইকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়িতে হাসপাতালে মুখ্য়মন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্ত বাড়ির কথা জানান এক আহত মহিলা। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে ওঠার পরামর্শ দেন। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি আগে সুস্থ হয়ে উঠুন। প্রশাসন আছে, বাড়িঘর প্রশাসন দেখে নেবে।'
গতকাল চার মিনিটের ঘূর্ণিঝড়ে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎহীন একাধিক এলাকা। এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গভীর রাতে বার্নিশ গ্রামে ত্রাণ শিবিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাত ২টো নাগাদ চালসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
আরও পড়ুন: 'বাড়িঘর প্রশাসন দেখে নেবে, নিজে সুস্থ হোন', হাসপাতালে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর