Mandarmani Youth Death : অপহরণ করে খুন তরুণীকে ? মন্দারমণি সমুদ্র সৈকতে বিবস্ত্র মৃতদেহ কীভাবে ? তদন্তে পুলিশ
Police : কিন্তু কী কারণে মৃত্যু তরুণীর ? কেনই বা তিনি বাড়িতে না জানিয়ে মন্দারমণি গিয়েছিলেন ? খতিয়ে দেখছে পুলিশ।
ঋত্বিক প্রধান ও সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর ও নদিয়া : অপহরণ করে খুন করা হয়েছে তরুণীকে ! মন্দারমণির (Mandarmani) সমুদ্র সৈকতে বিবস্ত্র অবস্থায় উদ্ধার তরুণীর মৃতদেহ উদ্ধারের দিন দু'য়েক পরে পরিচয় জানা গিয়েছে। নিহতের বাড়ি নদিয়ার তাহেরপুরে। নাম লাবনী দাস (২৩)। গত সোমবার তাঁরই বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে খবর, শুক্র ও শনি ২ দিন ব্য়ারাকপুরে দিদির বাড়িতে ছিলেন নদিয়ার বাসিন্দা তরুণী। এরপর রবিবার সকালে সোদপুরের পার্লারে কাজে যাবেন বলে বের হন। এরপর সন্ধে থেকে তাঁকে ফোনে না পাওয়া যাওয়ায়, তাহেরপুর থানায় (Taherpur Police Station) নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরইমধ্য়ে সোমবার উদ্ধার হয় তরুণীর মৃতদেহ। পরিবারের অভিযোগ, অপহরণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। তবে পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
কিন্তু কী কারণে মৃত্যু তরুণীর ? কেনই বা তিনি বাড়িতে না জানিয়ে মন্দারমণি গিয়েছিলেন ? খতিয়ে দেখছে পুলিশ। হলপ্রাথমিকভাবে মেয়ের দেহের ছবি দেখে তা নিশ্চিত করার পর তাহেরপুর থেকে ওই তরুণীর পরিবারের এক সদস্য দেহ নিয়ে আসতে গিয়েছেন মন্দারমণিতে। জানা যাচ্ছে, ময়নাতদন্তের পর আর এক দফা পরিচয় নিশ্চিতপর্বের পরে তরুণীদের দেহ পুলিশের তরফে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার কথা।
মেয়ে নিখোঁজ হওয়ার পর বিবস্ত্র অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনিতেই শোকে পাথর তাঁর পরিবার। চাকদা কলেজে পড়াশোনা করা ছাত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মেয়েটির মা ও দিদি। পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করা বাবা কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন, মেয়ে সপ্তাহে একদিন করে বিউটি পার্লারের কাজ শিখতে যেত। কীভাবে কী ঘটে গেল জানি না। কেউ মেয়েকে কিডন্যাপ করে গিয়ে এমনটা করেছে।
আরও পড়ুন- কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন