Manoj Verma : কিষেণজির এনকাউন্টারের সময় ছিলেন CIF-এর প্রধান, কলকাতার নতুন CP-র কেরিয়ারে আর কী সাফল্য ?
Kolkata Police Commissioner: এর আগে রাজ্য পুলিশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সামলেছেন মনোজ ভার্মা
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : RG Kar কাণ্ডের জেরে বারবার উঠেছে তাঁর অপসারণের দাবি। দীর্ঘ আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরাতে হল বিনীত গোয়েলকে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা (Manoj Verma)। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার তিনি। এর আগে রাজ্য পুলিশে এডিজি (আইন-শৃঙ্খলা) ছিলেন। এবার শুরু হতে চলেছে তাঁর নতুন ইনিংস। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন তিনি। রাজ্যে একাধিক ক্রাইসিসের মুহূর্ত দক্ষতার সঙ্গে সামলেছেন মনোজ।
এর আগে রাজ্য পুলিশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সামলেছেন। কলকাতা পুলিশেই এই মনোজ ভার্মা ডিসি ট্রাফিক পদে ছিলেন। এরপর তিনি জঙ্গলমহলে কাজ করেছেন। সেখানে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। পাহাড়ে যখন অশান্ত পরিস্থিতি ছিল, তখন সেখানে রাজ্য পুলিশকে নেতৃত্ব দিয়েছেন। ব্যারাকপুরে রাজনৈতিক অস্থিরতার সময় সেখানকার পুলিশ কমিশনার ছিলেন।
বাম জমানায় মাওবাদী-দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মনোজ ভার্মা । ২০০৯ সালে পুলিশ বয়কট হঠাতে লালগড়-সহ জঙ্গলমহলে বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাঁকে। পশ্চিম মেদিনীপুরের SP হিসেবে মনোজের নেতৃত্বেই মাওবাদী দমনে অভিযান চলে। কিষেণজির এনকাউন্টারের সময় CIF-এর প্রধান ছিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকের দায়িত্বও ছিলেন IPS মনোজ ভার্মা। এবার ADG আইনশৃঙ্খলা থেকে কলকাতার CP হলেন তিনি।
সরানো হল বিনীতকে-
৯ অগাস্ট RG কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। সেই থেকে সমানে রাজ্য সরকার ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে স্নায়ুযুদ্ধ চলেছে। এদিকে ঘটনার পর থেকে প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা। তাঁরা প্রথম থেকেই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা-সহ ৫ দফা দাবিতে সরব হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নেন। তাঁদের অন্যতম দাবি ছিল, আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশন ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ। সেই দাবিতে দীর্ঘ আন্দোলন চালিয়ে গিয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে গতকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানির আগের দিন কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠকে অধিকাংশ দাবি মানেন মুখ্যমন্ত্রী। কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন জানিয়ে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। গতকাল ম্য়ারাথন বৈঠকের পর, আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও DC নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দেওয়া হল। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিকেল চারটের পরে কলকাতা পুলিশে বদল হবে। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। সেইমতো এদিন দেখা গেল রদবদলের পর্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।