Sikkim Landslide : টানা বর্ষণে বাঁকে বাঁকে বিপদ, সিকিমের রংপো-সিংটাম রোডে বড় ধস
Sikkim Tourism : সিকিমের রংপো-সিংটাম রোডে নেমেছে ধস । অল্পের জন্য রক্ষা পেলেন এক গাড়ি চালক।
সনৎ ঝা, দার্জিলিং : টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। প্রতিবেশী রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিপাত চলছে। পাহাড়ে ইতিমধ্যেই বর্ষা নেমেছে। এদিকে এই সময়টাই পাহাড়ে পর্যটনের ভরা মরসুম। সমতলের বহু পর্যটকই এই সময় বেড়াতে যান উত্তরবঙ্গে ও সিকিমে। বাঙালিদের প্রিয় ভ্রমণ ডেস্টিনেশনের পথেও এখন বাঁকে বাঁকে বিপদ।
সিকিমের রংপো-সিংটাম রোডে নেমেছে ধস । অল্পের জন্য রক্ষা পেলেন এক গাড়ি চালক। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গ-সহ সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে। বুধবার সকালে উত্তর সিকিমের রংপো-সিংটাম রোডে বেশ কয়েকটি জায়গায় ধস নামে। যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে উত্তর সিকিমের সঙ্গে গ্যাংটকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে।
আবহাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
অন্যদিকে বাঙালি পর্যটকদের জন্য সুখবর। এবার বাংলা থেকে ট্রেনেই যাওয়া যাবে সিকিম ! সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ তৈরির উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল । এই পথে ট্রেন চলাচল শুরু হলে উত্তর-পূর্বের রাজ্য অনেক সুবিধা পাবে বলে মনে করছে রেল। এখনও পর্যন্ত সিকিমে যাতায়াত হয় সড়ক পথে। ট্রেন চালু হলে শুধু সারা দেশের পর্যটকরাই সহজ পৌঁছে যেতে পারবেন সিকিমে।