(Source: ECI/ABP News/ABP Majha)
Selim on Subiresh : "মাস্টারমশাইয়রা জোচ্চুরিতে সামিল হলে নীতিশিক্ষা কে দেবেন ?" সেলিমের নিশানায় সুবীরেশ
CPIM Leader on Subiresh : সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর SSC’র প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করে সিবিআই
কলকাতা : "মাস্টারমশাইয়রা যদি চুরি-জোচ্চুরিতে সামিল হয়ে যান, তাহলে নীতিশিক্ষা কে দেবেন ?" নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়ার পর এই প্রশ্ন তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md. Selim)।
এই ইস্যুতে সুর চড়িয়ে তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে জাল ডিলিট পেয়েছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগও দূরভিসন্ধিমূলক। উত্তরবঙ্গের উপাচার্যের নিয়োগও দূরভিসন্ধিমূলক। বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার পীঠস্থান। মাস্টারমশাইয়রা যদি চুরি-জোচ্চুরিতে সামিল হয়ে যান, তাহলে নীতিশিক্ষা কে দেবেন ? উত্তরবঙ্গের মানুষকে বলব, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ আলাদা নয়। একযোগে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে।"
গ্রেফতার সুবীরেশ-
সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর SSC’র প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করে সিবিআই। যে FIR’এর ভিত্তিতে দুই মিডলম্যানকে গ্রেফতার করা হয়েছিল, তাতেই গ্রেফতার করা হয় তাঁকে। সুবীরেশ ভট্টাচার্য বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই প্রথম কোনও উপাচার্য গ্রেফতার হন ! আজ তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে সুবীরেশ ভট্টাচার্যকে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকতে হবে SSC’র প্রাক্তন চেয়ারম্যানকে।
সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেননি। প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তল্লাশিতে SSC নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মেলে। একাধিক নথি প্রমাণ হিসাবে তাঁর সামনে রাখা হলে, সেগুলি দেখার পরও সুবীরেশ ভট্টাচার্য বলেন, তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না। CBI সূত্রে দাবি আরও দাবি, SSC নিয়োগকাণ্ডে ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বয়ানেও সুবীরেশ ভট্টাচার্যের নাম উঠে আসে। সেই বিষয়েও সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, সুবীরেশ কোনও সন্তোষজনক উত্তর দেননি।
CBI’এর অভিযোগ, তিনি তথ্য গোপন করছেন। কয়েকদিন আগেই SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাসভবন ও কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। তখন সুবীরেশ দাবি করেছিলেন, তিনি বেআইনি কোনও কাজ করেননি। এসএসসি’র সেই প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেই গ্রেফতার করে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন SSC’র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। ২০১৪’র জানুয়ারি থেকে ২০১৮’র জুলাই পর্যন্ত SSC’র চেয়ারম্যান ছিলেন তিনি।তৃণমূল আমলে সব থেকে বেশি সময় ধরে SSC’র চেয়ারম্যান পদে তিনিই ছিলেন।
আরও পড়ুন ; 'নিয়োগ-দুর্নীতিতে সরাসরি যোগ', সিবিআই হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য