Mohan Bhagwat : 'অপরাধ ও রাজনীতি হাতে হাত মিলিয়েছে' RG কর কাণ্ড নিয়ে ফের কড়া বার্তা মোহন ভাগবতের
'অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে। অপরাধ ও রাজনীতি হাতে হাত মিলিয়েছে', আর জি কর কাণ্ড নিয়ে কড়া বার্তা মোহন ভাগবতের
নয়া দিল্লি : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বললেন, এ রাজ্যে অপরাধ ও রাজনীতি হাতে হাত মিলিয়েছে। আগেও এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি সেপ্টেম্বরে কলকাতায় এসে বলে গিয়েছিলেন, ভারতের দুই মহাকাব্যের প্রসঙ্গে টেনে তিনি প্রশ্ন তুলেছিলেন, ভারতে নারীকে শক্তি হিসেবে পুজো করা হয়। সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল? আর এবার তিনি সরাসরি রাজ্য সরকারের।
বললেন, ' আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে সমাজের সব স্তরের মানুষ। এরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্ক থাকা উচিত, নিরাপত্তা দেওয়া উচিত। 'কিন্তু ঘটনা ঘটার পর অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে। অপরাধ ও রাজনীতি হাতে হাত মিলিয়েছে'।
সেপ্টেম্বরে কলকাতায় এসে তিনি বলেছিলেন, ' দোষীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালন করতে সরকার যে পদক্ষেপ করবে তাতেই আমাদের পূর্ণ সমর্থন থাকবে। ' আর এবার তাঁর নিশানায় সরকার। তিনি বলেন, সুরক্ষা মজবুদ করা দরকার, যাতে এই ঘটনা না ঘটে।
আগেও আরজি কর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভাগবত বলেন, 'ভারতীয় সংস্কৃতি চিরকাল মাতৃশক্তির আরাধনা করে এসেছে। যখন সীতাহরণ হয়েছে, তখন রামায়ণ হয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনার পর মহাভারতের যুদ্ধ হয়েছে। সেই ভারতে কী করে এই ঘটনা ঘটে?'
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত দশেরা উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আর জি কাণ্ডের তীব্র নিন্দার পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ।
এরই মধ্যে অনশনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁরা লেখেন , 'ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়। সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে এগিয়ে যাবেন'
ইতিমধ্যেই শুক্রবার জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার জন্য আবেদন করেন মুখ্যসচিব। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে ইমেল করেন মুখ্যসচিব। রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছিলেন আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে স্টেটাস রিপোর্ট অ্যাটাচ করে পাল্টা ইমেল করেন মুখ্যসচিব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন : অনশনরত স্নিগ্ধা হাজরার বাড়িতে মাঝ রাতে পুলিশ ! অনশন তুনতে চাপ? কী জানালেন দেবাশিস?