Mamata Banerjee:'সব টাকা, গুন্ডা আর অস্ত্র বিজেপির জন্য আসছে', বানারহাটে অর্থ উদ্ধারে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
Banarhat Money Recovery:'সব টাকা, গুন্ডা আর অস্ত্র বিজেপির জন্য আসছে। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী নিয়ে এসব আনছে ওরা।' বানারহাটে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর।
![Mamata Banerjee:'সব টাকা, গুন্ডা আর অস্ত্র বিজেপির জন্য আসছে', বানারহাটে অর্থ উদ্ধারে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর Money Weapons And Miscreants Are Coming For BJP Says CM Mamata Banerjee While Reacting On Banarhat Money Recovery Mamata Banerjee:'সব টাকা, গুন্ডা আর অস্ত্র বিজেপির জন্য আসছে', বানারহাটে অর্থ উদ্ধারে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/05/c1c1f0e401c56c88a3c3f6cacda1a2871670249700047482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'সব টাকা (money), গুন্ডা (miscreants) আর অস্ত্র (arms) বিজেপির (BJP) জন্য আসছে। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী নিয়ে এসব আনছে ওরা। পুলিশও ধরতে পারছে না।' বানারহাটে (banarhat) বিপুল টাকা উদ্ধারের (money recovery) ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)।
আর কী বললেন?
এদিন জি-২০ মিটিংয়ের জন্য উড়ে যান মমতা। তার আগে বানারহাটের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, 'এসব না করে বিজেপিকে রাজনৈতিকভাবে লড়ার আবেদন জানাচ্ছি।' মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, '২০১১-র আগে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বেরোতেন না। RPF-CRPF নিয়ে সভা করতেন। রাজনৈতিক হতাশা থেকে এসব বলছেন।'
কী ঘটেছে বানারহাটে?
গত কালই জলপাইগুড়ির বানারহাটে একটি গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হয়েছিল থরে থরে টাকা। আজ সকাল পর্যন্ত যা খবর তাতে, সন্দেহভাজন গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯৪ লক্ষ ৩৮ হাজার টাকা হদিশ মিলেছে! কীসের উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা? তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যায়, পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আরোহীদের কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় তল্লাশি। গাড়ির অতিরিক্ত স্টেপনির ভিতরে প্লাস্টিক মোড়ানো টাকার বান্ডিল উদ্ধার হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালক-সহ আরোহীদের। পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলেই বিহারের পুনিয়ার বাসিন্দা। এত বিপুল টাকা রাখার বিষয়ে কোনও বৈধ নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। টাকা গোনার প্রক্রিয়া সকাল পর্যন্তও জারি ছিল বলে খবর। ফলে তার অঙ্ক আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ধৃতদের রাজনৈতিক কোনও যোগাযোগ আছে কি না সেই বিষয়ে কোনও তথ্য পুলিশ দিতে পারেনি তবে তদন্ত চলছে। প্রসঙ্গত, দিন দুই আগে দিন দুই আগে দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর টং তলায় নাকা তল্লাশি চালানোর সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। কোথা থেকে এল এই অর্থ? কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? কোথায়ই বা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল? তদন্তকারীদের একাংশের বক্তব্য, প্রশ্নগুলির উত্তর স্পষ্ট ছিল না। এর পরই গ্রেফতার করা হয় ওই গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। নবীনের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকেই ৪ লক্ষ ৮৮ হাজার টাকা উদ্ধার হয়।
আরও পড়ুন:ঘড়ি, গয়না পরে পরীক্ষাকেন্দ্রে নয়; TET দিতে যাওয়ার সময় আর কী কী মাথায় রাখবেন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)