TET 2022 : ঘড়ি, গয়না পরে পরীক্ষাকেন্দ্রে নয়; TET দিতে যাওয়ার সময় আর কী কী মাথায় রাখবেন
WBBPE TET 2022 : প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট ( TET 2022) অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর, রবিবার। পরিচালনায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
![TET 2022 : ঘড়ি, গয়না পরে পরীক্ষাকেন্দ্রে নয়; TET দিতে যাওয়ার সময় আর কী কী মাথায় রাখবেন West Bengal Primary Teacher Eligibility Test 2022 Guidelines For Classes I to V TET dos and donts TET 2022 : ঘড়ি, গয়না পরে পরীক্ষাকেন্দ্রে নয়; TET দিতে যাওয়ার সময় আর কী কী মাথায় রাখবেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/05/3f51d1c66755eff95bd770b7e22d96d3167024242619964_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আগামী ১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। ইতিমধ্যেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড (Admit Card) পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারছেন। পরীক্ষাকে কেন্দ্র করে একগুচ্ছ বিধি-নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBPE)। বিধিনিষেধ রয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্তও। পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা রয়েছে পরীক্ষাকেন্দ্রের ভিতরেও।
TET 2022 বিধি-নির্দেশিকা
১. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য পর্ষদ নির্দিষ্ট ওয়েবসাইট (wbbpe.org) থেকে সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থীকে। বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনও অবস্থাতেই কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
২. প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে পরীক্ষাকেন্দ্রে। কোনও পরীক্ষার্থী নিজ সিট ব্যতীত অন্য সিটে বসলে বা রুম পরিবর্তন করলে অবিলম্বে তার পরীক্ষা বাতিল হবে। কোনও আবেদন গ্রাহ্য হবে না।
৩. প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পর্ষদ নির্ধারিত সময়ে পৌঁছতে হবে পরীক্ষার্থীকে। পরীক্ষা শুরুর পরে কোনও পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীকে।
পরীক্ষাকেন্দ্রে যে সব জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না
- কোনও স্টেশনারি বস্তু, লিখিত বা ছাপানো অবস্থায় পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না।
- নিয়ে যাওয়া যাবে না কাগজের টুকরো, জ্যামিতি/পেন্সিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, ইরেজ়ার, লগ টেবল, ইলেকট্রনিক পেন/ স্ক্যানার, কার্ডবোর্ড ইত্যাদি।
- যোগাযোগ স্থাপন করা যাবে এমন কোনও বস্তু যেমন মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেল্থ ব্যান্ড ইত্যাদি নিয়ে যাওয়া যাবে না।
- পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না কোনওরকম হাতঘড়ি, ঘড়ি।
- ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগ, সোনার গয়না ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না।
- যা বেআইনিভাবে ব্যবহৃত হতে পারে সেরকম কোনও বস্তু ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
- পরিদর্শকের বিশেষ অনুমতি ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত আসন বা পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না।
- পরীক্ষাকেন্দ্রে ধূমপান, গুটখার ব্যবহার, থুতু ফেলা বা সমগোত্রীয় কোনও জিনিসের ব্য়বহার কঠোরভাবে নিষিদ্ধ।
- পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনওপ্রকার চা, কফি, ঠান্ডা পানীয় বা কোনও ধরনের স্ন্যাকস ব্য়বহারের অনুমতি নেই।
পরীক্ষার্থীদের আরেকবার জানিয়ে রাখা
পুরো পরীক্ষার পূর্ণমান ১৫০। মাল্টিপল চয়েস (MCQ) আকারে থাকবে প্রশ্ন। মোট দেড়শোটি প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রতি প্রশ্নের মান ১। কোনও নেগেটিভ মার্কিং (negative marking) থাকবে না। প্রশ্ন থাকবে বাংলা এবং ইংরেজিতে।
ডিসক্লেমার : পরীক্ষা সংক্রান্ত বিশদ তথ্যের জন্য সংশ্লিষ্ট সংস্থার সরকারি ওয়েবসাইট/নির্দেশিকা অনুসরণ করুন ও মেনে চলুন।
তথ্যসূত্র : WBBPE
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)