WB Monsoon Update : দেশে বর্ষার বিদায় পর্ব শুরু, কলকাতা থেকে কবে যাবে বর্ষা? পুজোয় কি চলবে বৃষ্টি ?
Durga Puja Weather Update : দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে জানাল মৌসম ভবন। এই নিয়ে পরপর ১৩ বছর বর্ষা বিদায় পর্ব বিলম্বিত হল।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোর আগে কি বিদায় নেবে বর্ষা ? এই খবরের দিকে চোখ থাকে সবারই। পুজোর (Durga Puja Weather Update ) কয়েকটা দিন বৃষ্টি হবে কি হবে না বলার মতো পরিস্থিতি তৈরি না হলেও, ভারত থেকে অফিসিয়ালি বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে গেল। পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন শুরু হল। দক্ষিণ পশ্চিম রাজস্থান (southwest Rajasthan) থেকে বর্ষা বিদায় নিয়েছে জানাল মৌসম ভবন ( IMD ) । এই নিয়ে পরপর ১৩ বছর বর্ষা বিদায় পর্ব বিলম্বিত হল।
বর্ষার প্রবেশ ও বিদায় উভয়ই বিলম্বে
হিসেব মতো, এবছর বর্ষার প্রবেশ এবং বিদায় দুটোই বিলম্বে ঘটল। ভারতের মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী, এদেশের মূল ভূখণ্ড কেরলে বর্ষা প্রবেশ করে পয়লা জুন। সারা দেশে ১ ই জুন এর মধ্যে বর্ষা প্রবেশ করে যায়। কিন্তু এবছর চিত্রটা একটু অন্যরকম ছিল। ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রায় ৭ দিন পর ৮ জুন বর্ষা প্রবেশ করে। মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী উত্তর-পশ্চিম ভারত থেকে ১৭ই সেপ্টেম্বর বর্ষার বিদায় পর্ব শুরু হওয়ার কথা। সাতদিন পর আজ বর্ষার বিদায় পর্ব শুরুর ঘোষণা করল আবহাওয়া দফতর।
পুজোর আগে কলকাতা থেকে বর্ষা বিদায় নেবে ?
উত্তরবঙ্গে নির্ধারিত ৭ জুনের চারদিন আগে ৩ জুন বর্ষা পা রেখেছিল। তবে দক্ষিণবঙ্গে ঢোকার আগে বর্ষা থমকে যায়। নির্ধারিত সময়ের ছদিন পরে বর্ষার দেখা মেলে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী ১১ই জুন কলকাতায় বর্ষা প্রবেশের দিনক্ষণ। কিন্তু এবছর বর্ষা প্রবেশ করেছিল ১৭ই জুন অর্থাৎ ৬ দিন পর।
দক্ষিণবঙ্গ থেকে ১২ ই অক্টোবর বর্ষা বিদায় নেওয়ার দিনক্ষণ। শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গ থেকেও একই সময় অর্থাৎ ১২ই অক্টোবর বর্ষা বিদায় নেওয়ার কথা। অক্টোবরের তৃতীয় সপ্তাহে শারদোৎসব বাংলায়। বর্ষা বিদায় যদি পিছিয়ে যায় তাহলে তা পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে।
আজ, সোমবার, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর আন্দামান সাগরে আগামী শুক্রবার একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) তৈরি হবে । এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা হুগলির উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে সারা সপ্তাহজুড়েই বৃষ্টি চলবে বঙ্গের বিভিন্ন জেলায়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে তাপমাত্রা।