Nishith Pramanik: ২০১৮-য় গুলিবিদ্ধ ২ ! আদালতে আগাম জামিনের আর্জি খারিজ কেন্দ্রীয়মন্ত্রীর
Violence in Bengal: ২০১৮ সালে, পঞ্চায়েত ভোটের আগে গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হন দু'জন। নিশীথের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করে আহতদের পরিবার
রাজা চট্টোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য, জলপাইগুড়ি : নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করল না কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। নিশীথের গ্রেফতারির দাবিতে শুক্রবার দিনহাটা থানায় ডেপুটেশন দেবে তৃণমূল। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে নিশীথ প্রমাণিকের ফোন সুইচড অফ ছিল।
অমিত শাহর ডেপুটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করল না কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালে, পঞ্চায়েত ভোটের আগে গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হন দু'জন। নিশীথের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করে আহতদের পরিবার। সেই মতো থানায় অভিযোগ দায়ের হয়। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ।
এই অবস্থায় রক্ষাকবচ চেয়ে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন নিশীথ প্রামাণিক। কিন্তু, গতকাল তাঁর আবেদনে সাড়া দেয়নি আদালত। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, দিনহাটা থানার একটা মামলা। ওঁর নির্দেশে গুলি চলেছিল। বুলেটের ক্ষত ছিল। পরে সার্জারিতে বুলেট উদ্ধার হয়। পরে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি হয়। আগাম জামিনের মাধ্যমে রক্ষাকবচ চেয়েছিল। আদালত দেয়নি। কোর্ট বলেছে, পুলিশ চাইলে গ্রেফতার করতে পারবে।
শুক্রবার, দিনহাটা থানায় ডেপুটেশনের ডাক দিয়েছে তৃণমূল। নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবি জানিয়েছে তারা। এনিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, শুক্রবার ১১টার সময় জেলা সভাপতির নেতৃত্বে চলুন আমরা দিনহাটা থানায় গিয়ে ডেপুটশন দিই। এই খুনিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
পাল্টা কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, কোর্টের ব্যাপার। উদয়নের একাধিক মামলা আমাদের হাতে রয়েছে। সঠিক সময়ে সঠিক জায়গায় জমা দেব। উনি যেন বেশি কথা না বলেন।
প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে নিশীথ প্রমাণিকের ফোন সুইচড অফ ছিল।
গত নভেম্বর মাসে নিশীথ প্রামাণিককে বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উদয়ন গুহর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন কৌস্তভ বাগচী। পাশাপাশি, চুঁচুড়ার তৃণমূল বিধায়কের মুখেও শোনা যায় হুমকির সুর।
সন্ত্রাস ইস্যুতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর নিশানায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কালো পতাকা দেখানো। দাড়ি-গোঁফ উপড়ে নেওয়া। শোলের 'জয়-বীরু' কটাক্ষের পর বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি দেন উদয়ন গুহ। তিনি বলেন, 'কারও গায়ে যদি আমাদের কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ি থেকে বের করে করে পেটানো হবে, সেই কথাটা যেন মাথায় থাকে।'