TMC 21 July: ২১ জুলাইয়ের সভায় মুকুল! মঞ্চে নয়, রইলেন নীচেই
Mukul Roy: জল্পনা উস্কে ফের তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে হাজির সপুত্র মুকুল রায়।
ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা:একসময় তৃণমূলের দুই নম্বর বলা হতো তাঁকে। ভোট-ময়দানে তৃণমূলের হয়ে তাঁর স্ট্র্যাটেজি তৈরির কথা শোনা যেত। এখন এসব অতীত। মাঝে বিজেপিতে গিয়েছেন, গত বিধানসভা ভোটে জিতেছেন, তারপর আবার তৃণমূলে ফিরেছেন। তারপরেও তাঁর অবস্থান কোন দলে তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, জল্পনা চলেছে। এবার জল্পনা উস্কে ফের তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে হাজির সপুত্র মুকুল রায়। তাঁর ছেলে শুভ্রাংশু রায় বলেন, 'বাবা হঠাৎ বলল যেতে চাই, তাই নিয়ে এসেছি।' এদিন সভায় এলেও মঞ্চে ওঠেননি মুকুল রায়, নীচেই ছিলেন।
২১-এর মঞ্চে তখন বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেন্টিঙ্ক স্ট্রিটের দিকের VIP গেটের সামনে এসে দাঁড়াল এই কালো রঙের SUV গাড়িটি। তার, চালকের পাশের সিটে বসে ছিলেন মুকুল রায়। সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশুও। তাঁকেই দেখেই প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিক, 'দাদা কেমন লাগছে?' উত্তরে মাথা নেড়ে কৃষ্ণনগরের বিধায়ক জানান, ভাল লাগছে তাঁর। তারপরে ছেলের হাত ধরে সোজা ২১শে জুলাইয়ের মঞ্চের দিকে চলে যান তিনি। তবে সূত্রের খবর, মুকুল রায় ২১ জুলাইয়ের মঞ্চে ওঠেননি।
রাজ্য রাজনীতিতে এখন এক জটিল ধাঁধার নাম মুকুল রায়। তিনি কোন দলে রয়েছেন? তা নিয়ে প্রায়শই জল্পনা চলে। তৃণমূলে? নাকি বিজেপিতে কৃষ্ণনগরের বিধায়ক? উত্তর নিয়ে এখনও ধাঁধাঁ রয়েছে।
চলতি বছরেই হঠাৎ তৈরি হয়েছিল একটি নাটকীয় পরিস্থিতি। সল্টলেকের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন মুকুল রায়। তারপরেই শুরু হয় চূড়ান্ত নাটকীয়তা। মুকুলের ছেলে শুভ্রাংশু অভিযোগ করেছিলেন যে তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে। যদিও কয়েকঘণ্টা পরে মুকুলের খোঁজ মেলে। তখন তিনি দিল্লি বিমানবন্দরে। সেখানে বিস্ফোরক মন্তব্য করেন তিনি, বলেন, 'আমি বিজেপিতেই আছি, নিজে গিয়েছিলাম আবার চলে এলাম। কাজে গেছিলাম সবার সঙ্গে দেখা হয়েছে।'
একসময় তৃণমূলের অঘোষিত ২ নম্বরের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়েছিল। তারপরে বিজেপিতে চলে গিয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়াইও করেন। সেখানে জয়ী হন মুকুল রায়। ফল ঘোষণার কিছুদিন পরেই ফের তৃণমূল পার্টি অফিসে দেখা যায় তাঁকে। মুকুল রায় ফের পুরনো দলে ফিরে আসায় রাজ্য-রাজনীতিতে হইচইও শুরু হয়। তারপরেও নানা সময় মুকুলের নানা বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আচমকা দিল্লি সফরের সময়েও মুকুল বলেন, তিনি বিজেপিতেই আছেন। সেই মুকুলই আবার হঠাৎ হাজির হলেন তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে।
আরও পড়ুন: ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে ২ জনের মৃত্যু! আহত ১০