(Source: ECI/ABP News/ABP Majha)
Mukul Roy: এবার মুকুল রায়কে তলব ED-র, 'হাঁটতে পারেন না, যাবেন কী করে'? প্রতিক্রিয়া ছেলের
Mukul Roy Summoned: দিল্লিতে মুকুলকে তলব করায় মুখ খুলেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়।
প্রকাশ সিনহা, কলকাতা: অ্যালকেমিস্ট মামলায় এবার মুকুল রায়কে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দিল্লিতে ED-র দফতরে ডেকে পাঠানো হয়েছে মুকুলকে। প্রায় ১ হাজার ৯০০ কোটির দুর্নীতি মামলায় আগেই অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিংহকে গ্রেফতার করেছিল ED. সেই মামলার তদন্তে মেলা তথ্যের ভিত্তিতে তলব করা হল মুকুলকে। (Mukul Roy)
দিল্লিতে মুকুলকে তলব করায় মুখ খুলেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। তাঁর কথায়, "বাবার শরীর খারাপ। হাঁটাচলা করতে পারেন না। মনেও রাখতে পারেন না কিছু। ED বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চাইলে, তা করতে পারে। সেক্ষেত্রে সহযোগিতা করব আমরা।" (Mukul Roy Summoned)
ED-সূত্রে খবর, অ্যালকেমিস্ট মামলায় দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে মুকুলকে। অ্যালকেমিস্ট মামলায় ১৯০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গত কয়েক বছর ধরেই তদন্ত চলছে। আগেই গ্রেফতার হন ডিরেক্টর কে ডি সিংহ। ED-র দাবি, গত কয়েক মাসে তদন্তে বেশ কিছু তথ্য উঠে এসেছে। উঠে এসেছে মুকুলের নামও। তাই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
আরও পড়ুন: TMC Deb: এবার দেবকে তলব ED-র, আর্থিক তছরুপ মামলায় ডাকা হল দিল্লিতে
এই মামলায় দিল্লিতে সদর দফতরে মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় ED. তাঁর বয়ানও রেকর্ড করা হবে। কিন্তু মুকুলের দিল্লি যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁর ছেলে শুভ্রাংশু। বাবার শরীরের কথা জানিয়ে শুভ্রাংশুর আর্জি, ED চাইলে কলকাতায় এসে বা বাড়িতে এসে মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এ ব্যাপারে সবরকম সহযোগিতা করবেন তাঁরা।
ED সূত্রে খবর, কে ডি সিংহের সংস্থা 'অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়্যালিটি' লগ্নিকারীদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগ। সেই নিয়ে ২০১৬ সালে মামলা দায়ের করে তদন্ত শুরু করে ED. অভিযোগ, SEBI-র অনুতমি ছাড়াই ওই সংস্থা বিনিয়োগ কারীদের কাছ থেকে ১৯০০ কোটির বেশি টাকা তোলে। এই মামলায় আগেই একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে ED.
সেই মামলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে কে ডি সিংহকে গ্রেফতার করা হয়। সেই সময় BJP-তে ছিলেন মুকুল। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সপুত্র জোড়াফুল পতাকা হাতে তুলে নেন। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে এখনও ডামাডোল চলছে। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে বিজেপি।