Partha Chatterjee News: তিনটি পয়েন্ট ধরে একাধিক প্রশ্ন, পার্থকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে মূলত তিনটি পয়েন্ট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
কলকাতা: SSC-মামলায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, উপদেষ্টা কমিটি তৈরি, শিক্ষক নিয়োগ, আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে (TMC Partha Chatterjee) একাধিক প্রশ্ন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে দাবি।
সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ: স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে মূলত তিনটি পয়েন্ট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
SSC’র উপদেষ্টা কমিটি শিক্ষক নিয়োগ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি কেন তৈরি হয়েছিল? কার নির্দেশে, কীভাবে এই কমিটি গঠন করা হয়েছিল? কমিটির সদস্য কারা হবেন, সেটা কারা ঠিক করেছিল?
সিবিআই সূত্রে দাবি, নিয়োগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী নিয়ম মানা হয়েছিল? শিক্ষামন্ত্রী হিসেবে তিনি কী কী বিষয় দেখতেন? বুধবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে কোনও ভুল নেই।
সিবিআই সূত্রে দাবি, আর্থিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় এনিয়ে তাঁর কী বক্তব্য? তাঁকে কে রিপোর্ট করত? সিবিআই সূত্রে দাবি, বেশিরভাগ প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সবকিছু নিয়ম মেনে হয়েছে। কিছু প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠিক বলতে পারছি না। কিছু প্রশ্নের জবাবে, সংশ্লিষ্ট বিষয় মনে নেই বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেল ৪,৫৮ নাগাদ নাকতলার বাড়ি থেকে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। সন্ধে পৌনে ছ’টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছোন তিনি। রাত সাড়ে ন’টা নাগাদ সেখান থেকে বেরোন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে বেহালায় পার্টি অফিসে যান পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: Nadia News: ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল যুবক, সিসিটিভিতে বন্দি হল গোটা ঘটনা