CPIM Leader: পুরভোটের ফল ঘোষণার দিনই সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙা হল বাইক-দরজার একাংশ
CPIM Candidate House Vandalized: প্রার্থী শুভম দাসের অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়।
জয়ন্ত পাল, কলকাতা: ফলপ্রকাশের পরই বিধাননগরে ২৭ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘটনায় দলের সম্পর্ক নেই বলে দাবি শাসক শিবিরের।
পুরভোটের ফল ঘোষণার দিনই বিধাননগর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনা ঘটেছে নিউটাউন থানা এলাকার তারুলিয়ায়। প্রার্থী শুভম দাসের অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। ভাঙচুর করা হয় বাইক। ভেঙে ফেলা হয় দরজার একাংশ। নিউটাউন থানায় অভিযোগ জানান সিপিএম প্রার্থী। পরে পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
এদিকে, কলকাতার পর এবার বিধাননগর এবং চন্দননগরেও প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা। বিধাননগর পুরসভার ৪১টা আসনে মধ্যে ২৭টা আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। চন্দননগরে তারা দ্বিতীয় স্থানে রয়েছে ২৮টা আসনে। গত বিধানসভা ভোটের তুলনায় চার পুরসভাতেই কমেছে বিজেপির প্রাপ্ত ভোটের হার।
কলকাতা পুরভোটের পর এবার ৪ পুরসভার ভোট। প্রাপ্ত ভোটের হারে ফের নজর কাড়ল বামেরা। ভোট শতাংশের নিরিখে বিধাননগর এবং চন্দননগরে, বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। এই দুই পুরসভায় একটিও আসনে জিততে পারেনি বিজেপি। বিধাননগর পুর-এলাকায় দীর্ঘদিন ধরেই বিজেপির যথেষ্ট প্রভাব। সেই বিধাননগরের পুরভোটেই ভোট শতাংশের নিরিখে তৃতীয় স্থানে চলে গেছে বিজেপি। প্রায় ৭৪ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে তৃণমূল। আর দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে প্রায় ১১ শতাংশ ভোট।