Murshidabad: বহরমপুরে তরুণীকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
Murshidabad News: মাটিতে লুটিয়ে পড়ার পরেও হামলা! সামশেরগঞ্জে (Samsherganj) ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছ থেকে গ্রেফতার। মালদার বাসিন্দা সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ।
বহরমপুর: বহরমপুরে ভর সন্ধ্যায় নারকীয় হত্যা, আততায়ী গ্রেফতার। ছাত্রীকে পরপর ছুরির কোপ, মাটিতে লুটিয়ে পড়ার পরেও হামলা! সামশেরগঞ্জে (Samsherganj) ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছ থেকে গ্রেফতার। মালদার (Malda) বাসিন্দা সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। আততায়ীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র নকল বলে সন্দেহ পুলিশের। বহরমপুর গার্লস কলেজের পদার্থবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী।
ভর সন্ধ্যায় বহরমপুরে অস্ত্র হাতে নৃশংস তাণ্ডব, ছাত্রীকে কুপিয়ে খুন। অস্ত্র নিয়ে হামলাকারীর হুমকি, ভয়ে পিছিয়ে গেলেন প্রত্যক্ষদর্শীরা। মেস থেকে ছাত্রীকে ডেকে নিয়ে এসে হামলার অভিযোগ। প্রণয়ঘটিত কারণে ছাত্রীর উপরে হামলা, অনুমান স্থানীয়দের। নিহত ছাত্রী মালদার বাসিন্দা, আততায়ীও মালদার, সন্দেহ পুলিশের।
ঠিক কী ঘটনা হয়েছিল?
সূত্রের খবর, এদিন সন্ধেবেলা সেই ছাত্রী যেই মেসে থাকতেন, সেই মেসের সামনে এসে তাঁকে ডাকেন অভিযুক্ত যুবক। এরপরই তাঁকে রীতিমতো কুপিয়ে খুনের চেষ্টা করেন সেই অভিযুক্ত যুবক। মেসের সামনের রাস্তাতেই সেই তরুণীকে আক্রমণ করা হয়। অভিযুক্ত যখন সেই তরুণীকে আক্রমণের চেষ্টা করেন, তখন প্রবল চিৎকার করেন সেই তরুণী। সেই চিৎকারের শব্দ শুনে আশেপাশের সবাই ছুটে আসেন। যারা বাঁচাতে আসেন সেই ছাত্রীকে, তাঁদের দিকেও ছুরি ও বন্ধুকের নল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক। এরপর পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যান সেই যুবক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, সেই ছাত্রীর বাড়ি মালদার ইংরেজবাজারে। কিছুদিন আগেই সেই মেসে এসেছিল সেই মেয়েটি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান ওই যুবকের সঙ্গে সেই ছাত্রীর কোনও সম্পর্ক ছিল। পুলিশ বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান