Murshidabad News: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু !
Murshidabad Bomb Blast: ফের মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, বিস্ফোরক দাবি পরিবারের
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, দাবি স্থানীয়দের। যদিও বোমা মেরে খুনের অভিযোগ নিহতদের পরিবারের।
স্থানীয়দের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা। নিহতদের পরিবার দাবি করেছে, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্য জুড়েই সক্রিয় অভিযান চালাচ্ছে পুলিশ।বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের খবরের সঙ্গে বারবার নাম জড়িয়েছে মুর্শিদাবাদের। ভোটের আগে হোক, কিংবা এমনি সময়েই বারবার মায়েদের কোল ফাঁকা হয়েছে এই জেলায়। আবারও ফিরল সেই ছায়া মুর্শিদাবাদে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁয় স্কুলের সামনেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। রক্তাক্ত হয়েছিল ক্লাস ফাইভের ২ ছাত্র। স্কুলের সামনে পড়ে থাকা স্টোন চটিপসের স্তূপে থাকা তারে হাত দিতেই বিস্ফোরণ হয়েছিল বলে দাবি করা হয়েছিল।
সম্প্রতি কালনায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাড়ির লোকজনকে গান পয়েন্টে রেখে অবাধে লুঠপাটের অভিযোগ উঠেছিল। খবর পেয়ে ওই বাড়িতে গেলে সিভিক ভলান্টিয়ারকেও আটকে রাখার অভিযোগ উঠেছিল। পালানোর সময় হুগলির ত্রিবেণীতে ডাকাতদের বাইক আটকেছিল পুলিশ। ডাকাতরা পুলিশের গাড়িতে বোমা ছোড়ায়, ভেঙে গিয়েছিল গাড়ির কাচ।
গত ২৪ ঘণ্টা আগেও বেহালা চৌরাস্তার কাছে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে হামলায় বাড়ির গেটে বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। এরপরেই নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি নেত্রী। প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। যদিও এই ঘটনায় রাজনীতি-যোগ অস্বীকার করে তৃণমূল।
আরও পড়ুন, পেট্রোলে ৫০ পয়সার উপরে দর কমল পুরুলিয়ায়, আজ কলকাতায় জ্বালানির দর কত ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।