Murshidabad: ড্রামে বোঝাই সকেট বোমা, উদ্ধারের পরেও আতঙ্ক এলাকায়
Bomb Recovered: প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায়
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সব ঠিক থাকলে বছর গড়ালেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তার বহু আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা যেন অস্ত্রাগার হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা।
কোথায় উদ্ধার বোমা?
এবার মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা। ওই জেলার হরিহরপাড়ায় ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার হয়েছে। জিতারপুরে উদ্ধার হয়েছে সেই ড্রাম। তাতে মিলেছে ৯টি সকেট বোমা।
কারা রাখল বোমা?
কীসের উদ্দেশ্যে ওই বোমা রাখা হয়েছে? কে বা কারা মজুত করল বোমা? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
কদিন আগেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। মালদা ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। দেশি পিস্তল উদ্ধার হয়েছে।
এছাড়াও কলকাতার লাগোয়া রাজারহাট ও বারুইপুর থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। একইদিনে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকেও উদ্ধার হয়েছে অস্ত্র। সব মিলিয়ে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল।
ডোমকলে বারবার:
মুর্শিদাবাদের ডোমকলে বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। ডোমকলের দক্ষিণ গরিবপুরে একটি বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র। তার আগে এক মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্র কারবার চালানোর অভিযোগে ডোমকল থেকেই গ্রেফতার হন এক ব্যবসায়ী। তারও কদিন আগে মালদায় মানিকচকে ঝোপের মধ্যে থেকে একটি গ্রামে বোমা উদ্ধার হয়েছে।
নভেম্বরের গোড়াতেই খাস কলকাতার এপিসি রোড থেকে অস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। ঘটনায় গ্রেফতার হন নিউ আলিপুরের বাসিন্দা জয় চৌধুরী। উদ্ধার হয় ৩টি অটোম্যাটিক পিস্তল ও ১টি দেশি পিস্তল। মেলে জাল নোট ও প্রচুর গুলি। তার আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্রভাণ্ডার পাওয়া যায়। সেটাও উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ।
আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছেলে:
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা এলাকার ঘটনা। তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহার ছেলে মহম্মদ ফারাদের হাতে আগ্নেয়াস্ত্র, এই ছবি সম্প্রতি ভাইরাল হয়। ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র, দাবি তৃণমূলের অঞ্চল সহ সভাপতির। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তুলতে এ ধরনের ছবি পোস্ট করা হচ্ছে। অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের।
আরও পড়ুন: এবছর গঙ্গাসাগর মেলার পুণ্যস্নানের সময় কখন? বিস্তারিত জানালেন মমতা