Murshidabad News : পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তি, রণক্ষেত্র ডোমকল, বিষ্ণুপুর, বারাবনি
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের প্রথম দিনই রক্ত ঝরেছে মুর্শিদাবাদের খড়গ্রামে । বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
'বিডিও অফিস ঘিরে রেখেছে তৃণমূলের সশস্ত্র বাহিনী'
বাম-কংগ্রেসের অভিযোগ, ডোমকল বিডিও অফিস ঘিরে রেখেছে তৃণমূলের সশস্ত্র বাহিনী। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
লাঠি হাতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। সম্প্রতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও ডোমকলে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোয় উঠছে প্রশ্ন
রক্ত ঝরেছে মুর্শিদাবাদের খড়গ্রামে
অন্যদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের প্রথম দিনই রক্ত ঝরেছে মুর্শিদাবাদের খড়গ্রামে । বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়। জখম হন আরও ৪ জন। এফআইআরে অভিযুক্ত ১৫ জনের মধ্যে ধৃত ২ জনের নাম রয়েছে। ধৃতরা তৃণমূল কর্মী বলে দাবি করেছে কংগ্রেস।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে খুনের পর, তাঁর বাড়ির কাছেই চাঁদের বিলের মাঠে লুকিয়েছিলেন ২ অভিযুক্ত। রাতেই খড়গ্রাম থানার পুলিশ তাঁদের সন্ধান পায়। দলীয় কর্মীকে বাড়িতে ঢুকে গুলি করে খুনের প্রতিবাদে আজ জেলাজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। দল ও নিহতের পরিবার তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। যদিও দুষ্কৃতী-যোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি
অন্যদিকে উত্তপ্ত বাঁকুড়ার পরিস্থিতিও। বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি বেঁধে যায়। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ।
উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের বারাবনিতে
মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের বারাবনিতে । তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত বারাবনি। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের সংঘর্ষ বেঁধে যায়। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।