Murshidabad News: নবগ্রামে পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগ, খুনের অভিযোগ দায়ের মৃতের পরিবারের
Nabagram News Update: মুর্শিদাবাদের নবগ্রাম থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় নাম জড়ানোয় সাসপেন্ড করা হয়েছে নবগ্রাম থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টরকে।
রাজীব চৌধুরী ও আশিস বাগচী, নবগ্রাম: মুর্শিদাবাদের নবগ্রামে (Nabagram) পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগে খুনের মামলা দায়ের করল মৃতের পরিবার। সাসপেন্ডেড ওসি অমিতকুমার ভকত এবং সাব ইন্সপেক্টর শ্যামল মণ্ডলের বিরুদ্ধে মানসিক অত্যাচার, জোর খাটিয়ে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ানোর চেষ্টার মতো একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। গতকাল, মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন নবগ্রামের তৃণমূল বিধায়ক। অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে নবগ্রামে পুলিশ লকআপে মৃত্যুর অভিযোগের বিষয়টিও উল্লেখ করেছেন অধীর চৌধুরী।
খুনের মামলা দায়ের: মুর্শিদাবাদের নবগ্রাম থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় নাম জড়ানোয় সাসপেন্ড করা হয়েছে নবগ্রাম থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টরকে। এর ২৪ ঘণ্টার মাথায়, নবগ্রাম থানায় ওই ২ পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন নিহত গোবিন্দ ঘোষের বাবা ষষ্ঠী ঘোষ। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, গত বুধবার আইনি কাগজপত্র ছাড়াই তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। শুক্রবার নবগ্রাম থানায় তিনি ছেলের সঙ্গে দেখা করতে যান। ষষ্ঠী ঘোষ অভিযোগপত্রে লিখেছেন, শারীরিক ও মানসিক অত্যাচার করে, জোর করে অসত্য কথা বলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তাঁর কাছে জানান ছেলে গোবিন্দ। সেদিনই সন্ধে সাড়ে ৭টার সময় বড় ছেলে মিঠুনের কাছে গোবিন্দর মৃত্যুসংবাদ পান ষষ্ঠী ঘোষ। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, থানায় গেলে পুলিশ বলে, গোবিন্দ লকআপের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।এই বিষয়ে জানতে, ওসি অমিতকুমার ভকতকে একাধিকবার ফোন করা হলেও, তিনি ধরেননি। আরেক অভিযুক্ত, SI শ্যামল মণ্ডল ফোনে বলেন, তিনি এই ব্যাপারে কিছু জানেন না। আর যে প্রতিবেশীর বাড়িতে চুরির অভিযোগে এত বড় কাণ্ড, সেই প্রবাল ঘোষ এবং তাঁর বাবা, কলকাতা পুলিশের ASI প্রদীপ ঘোষেরও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, চরম বিতর্কের আবহে রবিবার সকাল সাড়ে ১১টার সময় নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল, ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লাকে সঙ্গে নিয়ে নিহতের বাড়িতে যান। এদিন নিহতের বাড়িতে তৃণমূল বিধায়কের মুখেও উঠে আসে রাজনীতির প্রসঙ্গ। নবগ্রামের তৃণমূল বিধায়ক বলেন, “এই পরিবারের পাশে আছি আমরা। দ্বিতীয় হচ্ছে, আমি চাইব যে এইটা নিয়ে কোনও রাজনীতি যেন না হয়।’’ অন্যদিকে, পঞ্চায়েতে ভোটে সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে নবগ্রামে পুলিশ লকআপে মৃত্যুর অভিযোগের বিষয়টিও উল্লেখ করেছেন অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি লিখেছেন, “পুলিশই যদি খুনির পর্যায়ে নেমে আসে, তবে নিরাপত্তা চাইতে কার কাছে যাবে সাধারণ মানুষ?’’ এদিন মানবাধিকার সংগঠন APDR-এর ৩ সদস্য নিহতের বাড়িতে যান।
আরও পড়ুন: WB Dengue: বাড়ছে ডেঙ্গির দাপট, আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা