Murshidabad News: স্কুলছুটদের ক্লাসে ফেরাতে উদ্যোগ, মুর্শিদাবাদে শুরু ‘স্কুল ডাকছে’ কর্মসূচি
Murshidabad News Update: করোনা (Corona) আবহে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর, ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু স্কুল খুললেও, ক্লাসে অনুপস্থিত একটা বড় অংশের পড়ুয়া।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: স্কুলছুটদের ক্লাসে ফেরাতে মুর্শিদাবাদে (Murshidabad) অভিনব উদ্যোগ। শিক্ষা দফতর, জেলা প্রশাসন ও লিভার ফাউন্ডেশনের (Liver foundation) যৌথ প্রচেষ্টায় শুরু হল ‘স্কুল ডাকছে’ কর্মসূচি। এলাকায় এলাকায় কমিটি তৈরি করে স্কুলে না আসা পড়ুয়াদের ফেরানোর চেষ্টা করা হবে।
করোনা (Corona) আবহে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর, ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু স্কুল খুললেও, ক্লাসে অনুপস্থিত (Absent) একটা বড় অংশের পড়ুয়া। এই পরিস্থিতিতে স্কুলছুটদের ক্লাসরুমে ফেরাতে, রাজ্যের প্রথম, মুর্শিদাবাদে শুরু হল ‘স্কুল ডাকছে’ কর্মসূচি।
সরকারি সূত্রে খবর, সম্প্রতি স্কুল (School) খোলার পর (Reopen), যেসব জেলার (District) স্কুলে পড়ুয়াদের গরহাজিরা সবথেকে বেশি, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। এই জেলায় প্রায় ৩৫ শতাংশ পড়ুয়া স্কুলে গরহাজির বলে সূত্রের খবর। এই প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষা দফতর (School Education Department), মুর্শিদাবাদ জেলা প্রশাসন (Murshidabad District Administration) ও লিভার ফাউন্ডেশনের (Liver foundation) উদ্যোগে বৃহস্পতিবার স্কুল ডাকছে কর্মসূচির সূচনা হয় বহরমপুরের রবীন্দ্রসদনে (Bahrampur Rabindrasadan)।
চিকিত্সক তথা লিভার ফাউন্ডেশনের কর্ণধার অভিজিত্ চৌধুরী (Abhijit Chowdhury) বলেন, অতিমারী থেকে রক্ষা করার জন্য রাজ্যের প্রথম মুর্শিদাবাদ জেলায় এই কর্মসূচি নিলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু মুর্শিদাবাদেই স্কুলছুটের সংখ্যা লক্ষাধিক।
‘স্কুল ডাকছে’ কর্মসূচির মাধ্যমে তাদের স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কীভাবে হবে এই কাজ? প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন এলাকায় শিক্ষক, শিক্ষাকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, আশাকর্মীদের নিয়ে কমিটি তৈরি করা হবে। কমিটির সদস্যরা তালিকা ধরে স্কুলছুট পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের ক্লাসে ফেরানোর চেষ্টা করবেন। স্কুলছুটদের ক্লাসে ফেরাতে মুর্শিদাবাদের পর এই কর্মসূচি নেওয়া হবে অন্যান্য জেলাতেও।
আরও পড়ুন: Howrah News: নতুন সাজে গড়চুমুক, শীতের মুখেই প্রস্তুতি উলুবেড়িয়ার পর্যটন কেন্দ্রে