Murshidabad News: নবগ্রামে 'বেহাল' রাস্তায় 'আহত' স্কুল পড়ুয়া ! ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে 'দায়ী' করলেন মালব্য ?
Malviya Attacks Mamata On Nabagram Toto Accident: নবগ্রামকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা মালব্যর, ছবি পোস্ট করে কী লিখলেন তিনি ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : টোটো উল্টে যাওয়ার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য।যদিও পাল্টা দায় চাপিয়ে নিশানা নবগ্রামের তৃণমূল বিধায়কের।
আরও পড়ুন, 'ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে..', মুখ্যমন্ত্রীর পাল্টা এবার বড় বার্তা শুভেন্দুর
নবগ্রামকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা মালব্যর
এক্স হ্যান্ডলে অমিত মালব্য লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় তাঁর অপশাসন-বিপর্যয়ের চরম মূল্য দিচ্ছে শিশুরা। বাড়িতে বোমা তৈরি, মারাত্মক বিস্ফোরণ থেকে শুরু করে ধর্ষণ-খুনের মতো ভয়াবহ ঘটনা। এখন ভাঙা রাস্তা শিশুদের জীবন সঙ্কটের কারণ হচ্ছে। সাধারণ মানুষ সব দেখছে, ২০২৬ সালে পরাজয় অনিবার্য।' নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল বলেন, যারা বলছেন তারাই তো আমাদের টাকা আটকে রেখেছেন। তড়িঘড়ি রাস্তা সারাইয়ের কাজ দেখে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস।
নবগ্রামে 'বেহাল' রাস্তায় উল্টে গেল টোটো, আহত স্কুল পড়ুয়া
এ যেন রাস্তায় খানা-খন্দ নয়। খানা-খন্দে এক ফালি রাস্তা। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে সেই রাস্তায় একেবারে ধীর গতিতেই যাচ্ছিল টোটোটি। প্রায় ডোবার মতো গর্তে চাকা পড়তেই, বেসামাল...! পড়ুয়া বোঝাই টোটো একেবারে উল্টে গেল...। মুর্শিদাবাদের নবগ্রামে রাস্তার বেহাল ছবি! বড়সড় দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা পেল পড়ুয়ারা। বৃহস্পতিবার এবিপি আনন্দে এই ছবি দেখাতেই রাস্তার ভোল পাল্টাতে শুরু হল তোড়জোড়। মঙ্গলবার, একটি স্কুলের ১২ জন পড়ুয়াকে নিয়ে পলসণ্ডা মোড়ের দিক থেকে বড়বাথানের দিকে যাচ্ছিল টোটোটি। তখনই এই পলসণ্ডা-লালবাগ সদরঘাট রাজ্য সড়কে স্থানীয় ক্যারাটে প্রশিক্ষক হজরত আলি মল্লিক খারাপ রাস্তার ছবি তুলছিলেন। তাঁর ক্য়ামেরাতেই ধরা পড়ে বেহাল রাস্তার এই মর্মান্তিক ছবি!
'একটা বাচ্চা তো মারাই যেত মানে খুবই খারাপভাবে আহত হয়ে গেছিল..'
পলসণ্ডার ক্যারাটে প্রশিক্ষক হজরত আলি মল্লিক বলেন, এখন সোশাল মিডিয়াতে অনেক রকমভাবে প্রতিবাদ করা যায়। আর যেগুলো অনেকসময় সম্পূর্ণ হয়। তো আমি সেই ভিডিওই করছিলাম। খারাপ রাস্তার ভিডিও করতে গিয়ে হঠাৎ একটা টোটো স্কুল ভর্তি টোটো মোটামুটি তাতে ১২ থেকে ১৩টা পড়ুয়া ছিল। সেই টোটো... হঠাৎ পড়ে যায়। বাচ্চাগুলো জলে ভিজে গেছিল। আর একটা বাচ্চা তো মারাই যেত মানে খুবই খারাপভাবে আহত হয়ে গেছিল। নবগ্রাম পূর্বের কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব বলেন, মরার উপর আতর ছড়ানো চলছে। রাজনৈতিক চাপানউতোর চলছে। এই ভোগান্তির দায় নেবে না কেউ? প্রশ্ন উঠেছে।






















