Murshidabad News: মুর্শিদাবাদ শহরে গ্যাস লিক, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
গ্যাসের ঝাঁঝালো গন্ধ, কিছু বুঝতে না বুঝতে হাত-পায়ে তীব্র জ্বালা, শ্বাসকষ্ট। সোমবার সকালে মুর্শিদাবাদ পুরসভার (Murshidabad Municipality) ৭ নম্বর ওয়ার্ডে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ১৮ জন।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ (Murshidabad) শহরে গ্যাস লিকের ঘটনায় তুঙ্গে উঠল চাপানউতোর। বিজেপির (BJP) অভিযোগ, সচেতন না করেই কাজ শুরু করার জন্য এই পরিস্থিতি। যদিও তৃণমূলের (TMC) দাবি, পরিস্থিতি এখন স্বাভাবিক। এদিন ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করেন ৪ মন্ত্রী।
গ্যাস লিকের ঘটনায় তুঙ্গে উঠল চাপানউতোর : গ্যাসের ঝাঁঝালো গন্ধ, কিছু বুঝতে না বুঝতে হাত-পায়ে তীব্র জ্বালা, শ্বাসকষ্ট। সোমবার সকালে মুর্শিদাবাদ পুরসভার (Murshidabad Municipality) ৭ নম্বর ওয়ার্ডে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ১৮ জন। মঙ্গলবার তাঁদের দেখতে হাসপাতালে নেতা, মন্ত্রীদের ভিড়। লালবাগ মহকুমা হাসপাতালে (Lalbagh Subdivision Hospital) সকালে যান স্থানীয় বিজেপি (BJP) বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Gauri Shankar Ghosh)। দুপুরে যান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পুলক রায় ([Pulak Roy), সুব্রত সাহা (Subrata Saha) ও আখরুজ্জামান। এদিন ঘটনাস্থলও পরিদর্শন করেন মন্ত্রীরা। গ্যাস লিকে (Gas Leak) অসুস্থ এক ব্যক্তি পবিত্র হালদার, “হঠাৎ ব্লিচিংয়ে মতো গন্ধ। ভাবি গ্যাস সিলিন্ডার লিক করেছে। ফ্যান বন্ধ করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাড়িতে ফুলের গাছ ঝলসে গেছে।’’
গ্যাস লিকে অসুস্থ নিয়ে তুঙ্গে তরজা। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতরের আগেই সচেতন করা উচিত ছিল। কেন এত ঝুঁকি নিল? দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সচেতন করলে এই অবস্থা হত না।’’ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কেউ জানত না ক্লোরিন চেম্বার আছে, জেসিবির ধাক্কায় গ্যাস বেরোয়। আর ক্লোরিন নেই। মাঠটাকে সমান করে দেওয়া হচ্ছে। এখন এলাকাটা সেফ। সবাই সুস্থ আছে।’’ জলের ট্যাঙ্ক ভাঙতে গিয়ে গ্যাস লিকের ঘটনায়, অসুস্থ ১৬ জন ভর্তি লালবাগ মহকুমা হাসপাতালে। ২ জনের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: Dengue: জলপাইগুড়িতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! উদ্বেগ প্রকাশ মমতার