Murshidabad : বাবা কংগ্রেস নেতা, ছেলে বিজেপির, একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল মুর্শিদাবাদে
BJP- Congress : ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ ?
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বাবা কংগ্রেস (Congress) নেতা। ছেলে বিজেপিতে (BJP)। মুর্শিদাবাদের (Murshidabad) রংপুরে কালীপুজোর অনুষ্ঠানে একসঙ্গে নাচলেন দু’জন। সঙ্গে ছিলেন আরও তিন কংগ্রেস নেতা। সেই ভিডিও ভাইরাল (Viral Video) হতেই জল্পনা শুরু হয়েছে। বিজেপি ও কংগ্রেসের আঁতাঁত রয়েছে বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)। পাল্টা জবাব দিয়ছে কংগ্রেস।
বাবা-ছেলের নাচে রাজনীতি
ভাইরাল ভিডিও ঘিরেই শোরগোল শুরু হয়েছে মুর্শিদাবাদের রংপুরে। কালীপুজোর অনুষ্ঠানের এই ভিডিও-তে দেখা যাচ্ছে, রংপুরের ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর কানাই রায়, ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর হীরু হালদার ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর বাজপেয়ি, বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কৌশিক রায়ের সঙ্গে নাচছেন।
কৌশিক রায় কংগ্রেস কাউন্সিলর কানাই রায়ের ছেলে। ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ ? তৃণমূলের তরফে অভিযোগ শানানো হলেও কংগ্রেস বিষয়টাকে পারিবারিক অনুষ্ঠানের বেশি গুরুত্ব দিতে রাজি নয়।
রাজনৈতিক চাপানউতোর
যে ভিডিও ঘিরে বিজেপি ও কংগ্রেসের আঁতাঁত রয়েছে বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। মুর্শিদাবাদের তৃণমূল নেতা অশোক দাস বলেছেন, 'মুর্শিদাবাদ, বহরমপুরে কংগ্রেস-বিজেপি আঁতাঁত। অধীর চৌধুরী যোগাযোগ রাখেন বিজেপির সাথে। আবার তা সামনে এল।' যদিও পাল্টা জবাব দিয়ছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী বলেছেন, 'পারিবারিক অনুষ্ঠান, রাজনীতি নেই। অতীতেও এমন অনেক হয়েছে। জলঘোলা করার কিছু নেই'। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া এক কংগ্রেস কাউন্সিলর হীরু হালদারও একই সুরে বলেছেন, 'সামাজিক অনুষ্ঠান রাজনীতি নেই'।
বিভিন্ন অনুষ্ঠানে ভিন্ন রাজনৈতিক দলের সৌজন্য বিনিময় নতুন কিছু নয়। তা নিয়ে বিতর্ক বা জল্পনাও কম হয়নি। পঞ্চায়েত ভোটের আগে এবার জল্পনা শুরু নাচের ভাইরাল ভিডিও ঘিরে।
কিছুদিন আগে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে দেখা যায় মদন মিত্রকে। এ নিয়ে একটা ভিডিও ভাইরালও হয়। তাতে দেখা যায়, দলীয় কর্মীদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন মদন মিত্র। ওই মঞ্চেই তাঁকে বলতে শোনা যায়, ডিসেম্বরে বড় যুদ্ধ আসছে! তার জন্য কর্মীরা যেন প্রস্তুত থাকেন। কামারহাটির ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, 'যাঁরা নির্দোষ , তাঁদের ফাঁসানোর চেষ্টা করলে আগুন জ্বলবে', বেলঘরিয়ায় আয়োজিত বিজয়া সম্মিলনীতে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়ক (MLA) মদন মিত্রের (Madan Mitra)। তাঁর মতে, যে অন্যায় করবে ইডি সিবিআই তাকে ধরুক। কোনও অসুবিধা নেই। কিন্তু নির্দোষদের ফাঁসানোর চেষ্টা হলে পরিস্থিতি যে ভাল হবে না।
আরও পড়ুন- রক্ষকই ভক্ষক, অপহরণ করে টাকা লুঠের অভিযোগে গ্রেফতার পুলিশ!