Murshidabad News : প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি, সংঘর্ষ, উত্তপ্ত মুর্শিদাবাদের সালার
TMC Inner Clash : স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৪০ টার মতো বোম পড়েছে। বোমাবাজির ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজীব চৌধুরী ও অনির্বাণ বাগচি, মুর্শিদাবাদ : তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদের (Murshidabad) সালারে ব্যাপক বোমাবাজির ভিডিও ভাইরাল। পঞ্চায়েতের বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বাড়িতে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে বোমাবাজির অভিযোগ । যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA)।
মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। সাদা ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। মুর্শিদাবাদের সালারে (Salar) এই ভয়ঙ্কর বোমাবাজির (Bombing) নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের (TMC Inner Clash) অভিযোগ। তৃণমূল পরিচালিত ভরতপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। অভিযোগ হামলার নেতৃত্বে ছিলেন তৃণমূলেরই শালু গ্রাম প়ঞ্চায়েতের প্রধান মুস্তাক আলি।
তৃণমূল নেতা মুস্তাকের নেতৃত্বে হামলার অভিযোগে সালার থানায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বোমাবাজির ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৪০ টার মতো বোম পড়েছে। বোমাবাজির ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, 'কেউ ধানি পটকা ফাটিয়েছে, আমরা একসাথে কাজ করলে ধানি পটকা, সকেত বোমা টিকবে না'। যদিও গোটা বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'তৃণমূল-বিজেপি নিজেদের মধ্যে মারামারি করেই মরে যাব।'
আরও পড়ুন- ব্যালট-বিশৃঙ্খলা অব্যাহত, অভিষেক সভাস্থল ছাড়তেই গন্ডগোল দক্ষিণ দিনাজপুরে
বোমাবাজির পাশাপাশি বোমা-অস্ত্র উদ্ধারের ক্রমাগত ঘটনা ঘটে চলেছে রাজ্যজুড়ে।
আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস