Murshidabad News : করত মিস্ত্রি-শ্রমিকের কাজ, তলায় তলায় জঙ্গি কার্যকলাপ ! বাংলা থেকে জালে আনসারুল্লা বাংলার জঙ্গির ভাইরা
গ্রেফতার হল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডির ভাই-সহ দুই জন। রাজ্যেই রমরমিয়ে ছিল এদের পুরো পরিবারের বাস। ঠিকা শ্রমিক ও কাচ মিস্ত্রির কাজও করত এরা !
আবির দত্ত, রাজীব চৌধুরী , মুর্শিদাবাদ : মাত্র ২ সপ্তাহের মধ্য়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ধৃত জঙ্গির সংখ্য়া বাড়তে বাড়তে হয়েছে ১২। উৎসবের মরসুমে তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বছরের শেষ দিন। বুধবার বছরের প্রথম দিন। দেশজুড়ে এই উৎসবের আবহেই এবার বাংলা থেকে রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার হল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডির ভাই-সহ দুই জন। রাজ্যেই রমরমিয়ে ছিল এদের পুরো পরিবারের বাস। ঠিকা শ্রমিক ও কাচ মিস্ত্রির কাজও করত এরা !
শাদ রাডির সম্পর্কিত ভাই সাজিবুল ইসলাম ও শাদের পরিচিত মুস্তাকিম মণ্ডলকে সোমবার মুর্শিদাবাদের নওদা থানা এলাকা গ্রেফতার করা হয়। নওদার দুর্লভপুরের সাজিবুল সম্পর্কে ABT জঙ্গি শাদ রাডির আত্মীয়, অপর ধৃত মুস্তাকিম পাশের ভোলাগ্রামের বাসিন্দা। সাজিবুল ও মুস্তাকিম, দু’জনেই কাচের মিস্ত্রি, মাঝে মধ্য়ে ঠিকা শ্রমিকেরও কাজ করত। এদের বিরুদ্ধে জঙ্গিকে আশ্রয় দেওয়া, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা এবং দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। ২ জনের বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
কে এই শাদ রাডি? ‘অপারেশন প্রঘাত’-এ অসম পুলিশের STF. কেরলে অভিযান চালিয়ে গ্রেফতার কে ABT জঙ্গি শাদ রাডি ওরফে শাব শেখকে। গোয়েন্দারা জানতে পারেন, বাংলাদেশের রাজশাহির বাসিন্দা এই শাদ রাডি ১০ বছর ধরে মুর্শিদাবাদে থাকছিল। বানিয়ে ফেলেছিল ভারতীয় পরিচয়পত্র। নওদা ও হরিহরপাড়া, এই দুটি বিধানসভা কেন্দ্রেই ভোটার তালিকায় নাম ছিল ABT জঙ্গি শাদ রাডির। তার আধার কার্ডের ঠিকানা হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা নওদা আর পাসপোর্ট বানিয়েছিল হরিহরপাড়ার ঠিকানায়। কিন্তু শাদ এপারে এসেছিল কার সাহায্যে? তবে কি এপারের কারও যোগসাজশেই ওই জঙ্গি বাংলায় ঘাঁটি গেড়েছিল? নওদা থেকে শাদের আত্মীয় গ্রেফতার হওয়ায় জোরালো হচ্ছে সেই প্রশ্ন।
অসম STF সূত্রে দাবি, IED তৈরিতে হাত পাকিয়েছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি শাদ রাডি। ‘মোস্ট ওয়ান্টে়ড’ এই জঙ্গিকে খুঁজছিল অসম পুলিশ। কিন্তু ক্রমাগত অবস্থান বদল করে সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই জঙ্গি। এই জঙ্গির বাংলাবাসী আত্মীয়রাও কি কোনওভাবে যুক্ত ছিল সরাসরি জঙ্গি দলের সঙ্গে ? পুলিশ সূত্রে খবর, এদের বিরুদ্ধেও জঙ্গিদের আশ্রয় দেওয়া শুধু নয়, নিজেরাও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। দেশবিরোধী নানারকম কাজকর্ম চালাত তারা। এখন দেখার এদের জাল আর কোথায় কোথায় বিস্তৃত ।
আরও পড়ুন :চাকরির যোগ কন্যার, লাভের পর লাভ সিংহর, আপনার ২০২৫ কেমন ? ( সিংহ থেকে বৃশ্চিক )