Murshidabad Weather Update: ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি, তবে গরম থেকে আপাতত স্বস্তি নেই
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
![Murshidabad Weather Update: ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি, তবে গরম থেকে আপাতত স্বস্তি নেই Murshidabad Weather Update moderate rainfall with thunder storm may occur but temperature to stay high Murshidabad Weather Update: ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি, তবে গরম থেকে আপাতত স্বস্তি নেই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/b6f601de29f2243713b0f2473b6de0a11659895320_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বহরমপুর: একাধিক জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তবে অব্যাহত থাকবে গরম। বরং রবিবারের চেয়ে তাপমাত্রা ১ ডিগ্রি বেশিই থাকার সম্ভাবনা। সোমবার এমনই থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া (Murshidabad Weather)। আকাশ মূলত মেঘলা থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। বিকেলের দিকে শোনা যেতে পারে বজ্র-বিদ্যুতের গর্জনও।
বৃষ্টির মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকায়
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। সেই সঙ্গে বজ্র-বিদ্যুতের গর্জন শোনার সম্ভাবনা রয়েছে।
সোমবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিপাতের পরিমাণ ৭.৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের দিকে তাপমাত্রায় পতন।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
সামগ্রিক আবহাওয়া- মূলত মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টি
বাতাসের গতিবেগ- ঘণ্টায় ৩৫ কিলোমিটার
সূর্যোদয়ের সময়- ৫টা বেজে ৯ মিনিট
সূর্যাস্তের সময়-৬টা বেজে ১৬ মিনিট
আরও পড়ুন: Dantan News: সাপ ধরার নেশাই কাল হল! গোখরোর ছোবলে মৃত্যু ‘পরিবেশবন্ধু’র
বজ্র-বিদ্যুৎ সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখছেন কৃষকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)