Howrah News:সালকিয়ায় ঘর থেকে উদ্ধার অস্থায়ী পুরকর্মীর ক্ষতবিক্ষত দেহ, খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে
Body Of Temporary Municipal Worker Found:হাওড়ার সালকিয়ায় নিজের ঘর থেকে উদ্ধার হল এক অস্থায়ী পুরকর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। বাড়িতে এসে মদের আসরে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে।
সুনীত হালদার, হাওড়া: হাওড়ার সালকিয়ায় নিজের ঘর থেকে উদ্ধার হল এক অস্থায়ী পুরকর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ (Body Of Temporary Municipal Worker Found)। বাড়িতে এসে মদের আসরে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া ও হাওড়া সিটি পুলিশ (Howrah News)। অভিযুক্ত ব্যক্তি পলাতক।
কী জানা গেল?
বনধুকে বাড়িতে মদের আসরে ডেকে শেষ পর্যন্ত তার হাতেই খুন হয়ে গেলেন গৃহকর্তা? বন্ধুর হাতে খুন হয়ে গেলেন বন্ধু? হাওড়ার সালকিয়ায় এক পুরকর্মীর অস্বাভাবিক মৃত্যুতে এমনই অভিযোগ উঠেছে। হাওড়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মী শঙ্খ চট্টোপাধ্যায়। মধু নামেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। আত্মীয় ও প্রতিবেশী সূত্রে খবর, গত শনিবার রাতে নিজের ঘরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘরের মেঝেয় পড়েছিল মৃতদেহ। ঘটনাস্থল থেকে মিলেছে মদের ভাঙা বোতল ও কাচের গ্লাস। মৃতদেহের গলায় গভীর ক্ষতচিহ্ন মিলেছে। একাধিক ক্ষতচিহ্ন রয়েছে শরীরের নানা জায়গায়। যা দেখে অনুমান, খুন করা হয়েছে ওই পুরকর্মীকে। মৃতের আত্মীয় প্রভাস কুমার বলেন, 'দেহ পড়েছিল, গলা কাটা অবস্থায়। পাশে ঘরের খাটে আপেল, চশমা। কোনও অস্ত্র নেই। কাচের গ্লাসের মতো পড়েছিল, অর্ধেক ভাঙা অবস্থায়। ওটা দিয়েই করেছে।' মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যৌথভাবে তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানা ও হাওড়া সিটি পুলিশ। আত্মীয় ও প্রতিবেশী সূত্রে খবর, শনিবার এক বন্ধুকে বাড়িতে ডেকেছিলেন শঙ্খ। দুপুরে একসঙ্গে খাওয়াদাওয়ার পর ঘরেই মদের আসর বসান দু'জনে। মদ্যপানের সময় দু'জনের মধ্যে বিবাদও হয়। রাতে পুরকর্মীর দাদা বাড়ি ফিরে ভাইকে ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মৃতের আত্মীয়ের বক্তব্য, 'ও কোনও বন্ধুকে নিয়ে ঘরে মদ খাচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়া করেছিল যে ভদ্রলোক এসেছিল। সাড়ে ৪টে-৫টা নাগাদ দুজনের মধ্যে বিবাদ। ওর ভাই চলে যায়। ওয়াইফ বলে ঝামেলায় জড়িও না। রাতে দোকান বন্ধ এসে দেখে পাখা চলছে, লাইট জ্বলছে। লাশ পড়ে আছে।' ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃত পুরকর্মীর বনধুর নাগাল পেতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত পুরকর্মীর খুবই পরিচিত। নেশার আসরে রাগের মাথায় খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
আগেও ঘটনা...
গত জানুয়ারিতে উল্টোডাঙা থানা এলাকায় নেশার আসরে এক যুবককে খুনের অভিযোগ ওঠে। ধারাল অস্ত্রের কোপে যুবককে খুন করা হয়েছে বলে জানা যায়। মৃত যুবকের নাম আশরাফ আলি। তিনি দক্ষিণদাঁড়ির বাসিন্দা। ঘটনাটি ঘটেছিল বেলগাছিয়ায় কলকাতা স্টেশন সংলগ্ন মির্জা বাগান এলাকায়। সেখানেই বসেছিল নেশার আসর। মদ খাওয়ার সময় বচসা থেকে হামলা হয়েছে বলেই অনুমান করে পুলিশের।
আরও পড়ুন:মর্মান্তিক! বন্ধ ঘরে চেয়ার থেকে উদ্ধার ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে শুয়ে অসুস্থ মা