West Bengal Doctor's Death : আচমকা রক্তপাত, গড়িয়ে পড়লেন মাটিতে, মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে পরতে পরতে রহস্য
হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত। সেই থেকেই কি মৃত্যু? পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকের মৃত্যু

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত। সেই থেকেই কি মৃত্যু? পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনিয়েছে রহস্য। মৃত মহিলা চিকিৎসকের মায়ের দাবি, শুক্রবার, সকালে বাড়ি ফিরে আচমকা মাটিতে গ়ড়িয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। এরপর তমলুক হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনিয়েছে রহস্য। উঠছে অনেক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, শালিনী দাস নামে ৩০ বছর বয়সী ওই চিকিৎসক কাঁথি মহকুমা হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার দমদমে। তমলুকের একটি বাড়িতে মা-কে নিয়ে ভাড়ায় থাকতেন। hgলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে এই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মহিষাদলের একটি নার্সিংহোম তারপর, তমলুকের একটি নার্সিংহোমে যান শালিনী। সেখান থেকে আবার ফেরেন বাড়িতে। কেন তিনি হাসপাতালে গিয়েছিলেন, কী রোগ ছিল তাঁর? বলতে পারছেন না মা।
বাড়ি ফিরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তাঁর মায়ের দাবি, তখনই তিনি দেখেন, মেয়ের হাতে চ্যানেল করা রয়েছে। অথচ বাড়ি থেকে বেরনোর সময় মেয়ের হাতে কোনও চ্যানেল ছিল না বলেই চিকিৎসকের মায়ের দাবি। কিছুক্ষণ পরই মায়ের চোখের সামনে লুটিয়ে পড়েন মেয়ে। আচমকা হাতের চ্যানেল থেকে রক্তপাত শুরু হয়। 'নার্সিংহোমের কাকে বলেছে নাকি চ্য়ানেল খুলে দিতে। তারাই খুলে দিয়েছে। কিছু নেই ওর। সকালবেলা সুস্থ হয়ে গেছে ও'। তড়িঘড়ি ওই মহিলা চিকিৎসককে প্রথমে, বাড়ির কাছে বেসরকারি হাসপাতাল ও পরে, তমলুক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
তমলুকের SDPO আফজল আবরার জানিয়েছেন, 'এখনও অবধি তো আমরা যা তথ্য পেয়েছি, সেই হিসেবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি। উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওঁর হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল, যখন ওঁকে হাসপাতালে শিফ্ট করা হয়েছিল।'
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকদিন ধরে, অসুস্থ ছিলেন ওই মহিলা চিকিৎসক। সে কারণে, তাঁর হাতে চ্যানেল করে একটি ইঞ্জেকশন-ও পুশ্ করা হয়। কিন্তু তারপর কী হল? আচমকা ৩০ বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃত্যু হল কেন? হাতের চ্যানেল থেকে রক্তপাতের কারণ কী? সবটা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়।






















