Child Death: কুলতলিতে ৫ বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য, আটক ৩
Kultali News: মায়ের সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শিশুকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। মৃত শিশুর মা-সহ ৩ জনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ।
কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলিতে ৫ বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। গতকাল রাতে বাড়ি থেকেই উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে কলকাতায় থাকেন শিশুর বাবা। মায়ের সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শিশুকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
শিশুর মৃত্যু ঘিরে রহস্য: শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। জানা গিয়েছে, মৃত ওই শিশুর দেহে আঘাতের চিহ্ন মিলেছে। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে মৃতদেহ। মৃত শিশুর মা-সহ ৩ জনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। এদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৮ বছরের বালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ সৎ মা-র বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার বাবা গতকাল বাড়ি ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে রাতে ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করেন খুন করেন সৎ মা। সকালে বাবা বাড়ি ফিরতেই বিষয়টি জানাজানা হয়। অভিযুক্ত সৎ মা-র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
অবশেষে উদ্ধার মৃতদেহ: বেহালার পলিটেকনিক পড়ুয়ার রহস্যমৃত্যু। হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল ৭ দিন ধরে নিখোঁজ ছাত্রের পচাগলা মৃতদেহ। বছর ১৯-এর হার্দিক দাস বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্ঞান ঘোষ পলিটেকনিকের প্রথম বর্ষের পড়ুয়া হার্দিক গত ১৪ ফেব্রুয়ারি কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, নিখোঁজ পড়ুয়ার মোবাইল ফোন ট্র্যাক করে টালা ও দমদম স্টেশনে টাওয়ার লোকেশন মেলে।রেল পুলিশের দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে ওই ছাত্রকে দমদম স্টেশনে এক যুবকের সঙ্গে কথা বলতেও দেখা যায়। এরপরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। গতকাল উলুবেড়িয়ার হীরাপুরে গঙ্গার ঘাট থেকে নিখোঁজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Weather Update: বেলা বাড়তেই চড়া রোদ, বসন্তের শুরুতে ঊর্ধ্বমুখী পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস