RG Kar Protest: অভয়ার মাকে কাল কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে, জানালেন সজল ঘোষ
Sajol Ghosh Abhaya Mother: অভয়ার মাকে কাল কলকাতার মেডিকা থেকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে, কিন্তু কেন ? কী অভিযোগ তুললেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ?

কলকাতা: অভয়ার মাকে কাল কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে, জানালেন সজল ঘোষ। 'আপাতত পর্যবেক্ষণে আছেন, যা চিকিৎসা দরকার তা পাচ্ছেন না',অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে আহত, দাবি অভয়ার বাবা-মায়ের। আহত অভয়ার মা, ভর্তি মেডিকা হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ অভয়ার মা-বাবার। মারধরের অভিযোগ অস্বীকার পুলিশের।
একবছর আগে এই ৯ অগাস্ট মেয়ের সঙ্গে ঘটেছিল বর্বর অত্য়াচার। জীবনের সবথেকে বড় আঘাতটা পেয়েছিলেন এই মা-বাবা। আর এবছর সেই ৯ অগাস্ট মেয়ের জন্য় বিচার চাইতে রাস্তায় নমে আরেকটা আঘাত পেলেন আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণী চিকিৎসকের মা। নিহত চিকিৎসকের মা বলেন , আমি বিচার চেয়েছি বলে, আজকে আমায় মেরেছে। হাতের শাঁখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে। সারা হাত কেটে দিয়েছে। অনেক পুলিশ মিলে মেরেছে। রাস্তায় ফেলে মেরেছে। একবছর আগে এই দিনেই হারিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া মেয়েকে। একমাত্র সন্তানকে হারানোর সেই ক্ষত এখনও দগদগে। একবছর পর সেই ৯ অগাস্ট মেয়ের বিচার চাইতে নেমে, ক্ষত জুড়োল না, উল্টে আরও গভীর হল!অভয়ার মায়ের চাঞ্চল্য়কর অভিযোগ, শনিবার নবান্ন অভিযানে তাঁকেই মারধর করেছে পুলিশ।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার বলেন, অভয়ার মা-বাবার গায়ে হাত উঠবে, এটা কীভাবে কল্পনা করতে পারেন যে এটা হতে পারে? আমরা বিশ্বাস করতে পারছি না যে এরকম জিনিস হতে পারে।'আর জি কর মেডিক্যাল কলেজ চিকিৎসক তাপস প্রামাণিক বলেন, 'কপালে একটা বড় সোয়েলিং আছে। যেটা সাবকিউটেনাস হেমাটোমা। যেটা ভোঁতা কোনও জিনিস দিয়ে জোরে মারলে তবেই এরকম সোয়েলিং হয়। আর যেটা পিঠের এই জায়গা স্পষ্টভাবে বোঝা যায়, যে কিছু দিয়ে এখানে মারা হয়েছে। আর মাথায় এখানে মেরেছে মানে একটা হাইচান্স কনকাশন ইনজুরি বা ইন্টারনাল কোনও ইনজুরি থাকতে পারে।'
শনিবার তাঁকে সেখানে দেখতে যান শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, অভয়ার মাকে মেরেছে। শাঁখা-পলা ভেঙেছে। বেসরকারি হাসপাতালে ভর্তি। এই আন্দোলন এখানে শেষ নয়। এই আন্দোলন চলবে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, অভয়ার মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তাঁর বাবা-মাকে এই আন্দোলন করার জন্য়।'






















