Nabanna Abhijan: নবান্ন অভিযানে অশান্তি বাধানোর অভিযোগ, সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করকে গ্রেফতার করা যাবে না, জানিয়ে দিল আদালত
Bhaskar Ghosh:আদালত জানিয়েছে, ভাস্করের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
কলকাতা: নবান্ন অভিযানে অশান্তি বাধানোর অভিযোগ করেছে পুলিশ। কিন্তু আদালতে রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। নবান্ন অভিযান ঘিরে ভাস্করের বিরুদ্ধে যে তিনটি এফআইআর দায়ের হয়েছে, তার ভিত্তিতে পুলিশ কোনও রকম কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে আদালত। (Nabanna Abhijan)
আদালত জানিয়েছে, ভাস্করের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। গ্রেফতার করা যাবে না ভাস্করকে। বুধবার এই নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। নবান্ন অভিযানে অশান্তির অন্যতম চক্রী বলে ভাস্করের নাম উল্লেখ করেছিল পুলিশ। তাঁকে হেফাজতে নিতে চেয়েছিল তারা। আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। (Bhaskar Ghosh)
আর জি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেয় 'ছাত্র সমাজ', যাতে যোগ দেয় সংগ্রামী যৌথ মঞ্চও। ওই অভিযান ঘিরে তুমুল অশান্তি বাধে।আক্রান্ত হয় পুলিশও। সেই নিয়ে ভাস্করের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়, যার মধ্যে দু'টি এফআইআর শিবপুর থানায় এবং একটি হাওড়া থানায় দায়ের হয়। সেই এফআইআর-এর ভিত্তিতে ভাস্করের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল আদালত। আগামী দু'মাসের জন্য রক্ষাকবচ পেলেন ভাস্কর।
নবান্ন অভিযানকে ঘিরে তাঁর বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে, তার বিরুদ্ধে আদালতে যান ভাস্কর। তাঁর দাবি ছিল, দুর্নীতির বিরুদ্ধে লাগাতার অবস্থান করে আসছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর জি করের ঘটনার বিরুদ্ধেও সরব তারা। সেই কারণেই রাজ্য তাঁর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আবেদনও জানান ভাস্কর।
এই প্রথম যদিও আদালতে রক্ষাকবচ পেলেন না ভাস্কর। আগেও তাঁকে গ্রেফতার করতে উদ্যোগী হয়েছিল পুলিশ। একটি শ্লীলতাহানির মামলায় ভাস্করকে গ্রেফতার করার প্রস্তুতি শুরু হয়। ভাস্করের বিরুদ্ধে জোর করে গর্ভপাত, শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক অভিযোগ ওঠে। সেবারও কলকাতা হাইকোর্ট গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা জারি করে। ভাস্করকে গ্রেফতার করা যাবে না বলে জানানো হয়েছিল সেবারও।
বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন ভাস্কর। দুর্গাপুরের ফরিদপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে তিনিই নেতৃত্ব দেন। ভাস্করকে ঘিরে বার বার বিতর্ক বেধেছে।