Nabanna Abhijan Protest Rally: ফুটপাত দিয়ে যাতায়াত বাইকের, নবান্ন অভিযান ঘিরে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশেও নিশ্ছিদ্র নিরাপত্তা; চারিদিকে গার্ডরেল
RG Kar Lady Doctor's Murder : আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান
ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশেও নিশ্ছিদ্র নিরাপত্তা। চারিদিক ঘিরে দেওয়া হয়েছে গার্ড রেল দিয়ে।
ভবানীপুরের কালীঘাট রোড। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যে রাস্তা সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এখান দিয়ে চারচাকা প্রবেশ নিষিদ্ধ। বাইক নিয়ে ফুটপাত দিয়ে যাতায়াত করছেন বাইক আরোহীরা। কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। এলাকায় একাধিক পুলিশি গাড়িও মোতায়েন রয়েছে। পুলিশের আধিকারিকরা রয়েছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। বাড়ি উল্টোদিকে যে রাস্তা সাধারণ মানুষের জন্য খোলা থাকে, তাঁরা চলাচল করতে পারতেন। চারচাকা গাড়ি যাওয়ারও ব্যবস্থা রয়েছে। কিন্তু, নবান্ন অভিযান ঘিরে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জায়গাতেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ পুলিশি 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। অনুমতি দেয়নি পুলিশ। যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দু'টি মিছিল।
এই পরিস্থিতিতে নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ হয়ে উঠেছে। অভিযানের আগেই লাঠি হাতে রাস্তায় নামল স্পেশাল ফোর্স। এর পাশাপাশি, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্ন ও তার আশপাশের এলাকা। জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স। প্রস্তুত রাখা হয়েছে কাঁদানে গ্যাসের শেল। সকাল থেকে নবান্ন ও সংলগ্ন এলাকায় টহল দিচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। যাতে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভকারীরা নবান্ন চত্বরে পৌঁছতে না পারেন, তার জন্য নবান্নগামী প্রধান সড়ক ছাড়াও অলিগলিতে চলছে পুলিশি নজরদারি।
হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। দ্বিতীয় হুগলি সেতুর কাছে কড়া নিরাপত্তা। নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু সরকারি বাস চলাচলেই ছাড়।
হাতে ঢাল, লাঠি নিয়ে পুলিশ কর্মীরা। প্রস্তুত রয়েছে রোবো কপ, বজ্র যান। রাখা হয়েছে জল কামান। কোনা এক্সপ্রেসওয়ের ওপর সাঁতরাগাছি সেতুর কাছে নিরাপত্তার বজ্র আঁটুনি। আকাশে উড়ছে ড্রোন, চলছে নজরদারি। পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।