Nadia Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জনের
Police : বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা কি না, খতিয়ে দেখছে পুলিশ।
প্রদ্যোৎ সরকার, নদিয়া : নদিয়ার (Nadia) ধুবুলিয়ায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জনের। গুরুতর আহত গাড়ির চালক। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ধুবুলিয়ার মায়াকোল মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কৃষ্ণনগরগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এক সওয়ারির মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) ২৪ বছরের নয়ন সরকার ও আরেক যাত্রীর। গুরুতর জখম গাড়ি চালকের চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে (Shaktinagar District Hospital)। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা কি না, খতিয়ে দেখছে পুলিশ (Police)।
এদিকে, আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গাড়িকে পাশ কাটাতে গিয়ে মোটরবাইক থেকে দুই শিশু-সহ নদীতে পড়ে যান দম্পতি। জলে ডুবে মৃত্যু হল ৭ মাসের শিশুর। গতকাল রাত ৯টা নাগাদ আলিপুরদুয়ারের ফালাকাটায় দুর্ঘটনা ঘটে। চরতোর্সা নদীর ওপর অস্থায়ী সেতু মেরামতির কাজ চলছে। যানজট লেগেই থাকে। ৭ মাস ও ৫ বছরের দুই শিশুপুত্রকে নিয়ে ফালাকাটা থেকে আলিপুরদুয়ারে ফিরছিলেন দম্পতি। অস্থায়ী সেতুর ওপর আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে ছিটকে দুই শিশুকে নিয়ে নদীতে পড়ে যান দম্পতি। মা-বাবা ও একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, ঘণ্টাদুয়েক পর ৭ মাসের শিশুর নিথর দেহ উদ্ধার হয়।
দিনকয়েক আগেই ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু (Nadia Accident Kills) হয়েছিল দু'জনের। জখম হন বেশ কয়েকজন। নদিয়ার (Nadia) শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগরের ঘটনা। সেখানে ১২ নম্বর জাতীয় সড়কের উপর বাস এবং স্করপিওর মুখোমুখি ধাক্কা লাগে। বাসটি কলকাতার দিকে যাচ্ছিল বলে খবর। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে আসে। বাসযাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতাল ও ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে স্করপিও-তে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন- ছররা গুলির পাল্টা নেতার বাড়িতে আগুন ! তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন