Nadia: নদিয়ায় রাস্তায় ফেলে বেধড়ক মার ব্যবসায়ীকে, অভিযোগের তির নেশাগ্রস্ত যুবকদের বিরুদ্ধে
Nadia News: ছেলেকে বাঁচাতে দুষ্কৃতীদের বাধা দিতে যান ব্যবসায়ীর মা। তখন তাঁকেও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। ব্যবসায়ীর মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলেও অভিযোগ।
সুজিত মণ্ডল, নদিয়া: প্রকাশ্যে ব্যবসায়ীকে বেধড়ক মারধর। অভিযোগের আঙুল একদল নেশাগ্রস্ত যুবকের দিকে। সকলের সামনে এক প্রসাধনী ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল একদল নেশাগ্রস্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গোভাগাড় এলাকায়। আক্রান্ত ওই প্রসাধনী ব্যবসায়ীর নাম পল্লব সেন।
বছর চৌত্রিশের আহত প্রসাধনী ব্যবসায়ী পল্লব সেনের অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দোকানে ছিলেন তিনি। সেই সময়েই একদল নেশাগ্রস্ত যুবক দোকানে ঢুকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তাঁর কথায়, 'এরপর আমার জামার কলার ধরে দোকানের বাইরে নিয়ে আসে তারা। তারপর রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করে।' সাত-আটজন নেশাগ্রস্ত যুবকদের দল ছিল এবং ওই যুবকদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ পল্লব সেনের।
দুষ্কৃতীদের কাণ্ড এখানেই শেষ নয়। ছেলেকে যুবকদের হাতে মার খেতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন মা। কিন্তু অভিযোগ বৃদ্ধাকেও রেয়াত করেনি তারা। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তখন তাঁকেও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। তাঁর গলায় থাকা সোনার হারটিও ছিনিয়ে নেয় নেশাগ্রস্ত ওই যুবকেরা। আরও অভিযোগ, এরই মধ্যে ওই ব্যবসায়ীর মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। স্বাভাবিকভাবেই ব্যবসায়ী জ্ঞান হারিয়ে ফেললে বেগতিক দেখে পালিয়ে যায় নেশাগ্রস্ত যুবকেরা। আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় ওই ব্যবসায়ীকে। মাথার ক্ষত স্থানে একাধিক সেলাই পড়েছে। ঘটনার বিবরণ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রসাধনী ব্যবসায়ীর মা। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কী কারণে এমন আক্রমণ করা হল, কোনও ব্যক্তিগত আক্রোশ না অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ।