Nadia News : কল্যাণীতে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের বচসা, মারামারি
Local-Students Fight : ছাত্রদের মারধর ও গন্ডগোলের অভিযোগে ২ জন স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাফ।
সুজিত মণ্ডল, নদিয়া : বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (Private Engineering College) হস্টেলের পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের বচসা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার (Nadia) কল্যাণীতে। ছাত্রদের মারধর ও গন্ডগোলের অভিযোগে ২ জন স্থানীয়কে আটক করেছে পুলিশ।
পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। উত্তপ্ত বাক্য বিনিময়। লাঠিচার্জ পুলিশের। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের বচসাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল নদিয়ার কল্যাণীতে (Kalyani)। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ (RAF)।
ঘটনার সূত্রপাত বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) দিন। স্থানীয়দের অভিযোগ, হস্টেলের পড়ুয়ারা তাঁদের গালিগালাজ করে। এনিয়ে, গত তিন দিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে দু’পক্ষের মধ্যে ফের গন্ডগোল বাধে। অভিযোগ, হস্টেলের ওয়ার্ডেনকে বেধড়র মারধর করে স্থানীয়দের একাংশ। স্থানীয়দের অভিযোগ, হস্টেলের ছাত্ররা তাদের গালিগালাজ করে। এদিন ফের দু’পক্ষের মধ্যে গন্ডগোল বাধে। হস্টেল কর্তৃপক্ষের পাল্টা দাবি, ছাত্ররা নিজেদের মধ্যে গালিগালাজ করছিল। স্থানীয়রা ভুল বুঝে তাদের ওপর চড়াও হয়। ৪ জন ছাত্রকে হস্টেল থেকে বার করে এনে মারধর করা হয় বলে অভিযোগ।
এরপরই দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামাতে হয়। ছাত্রদের মারধর ও গন্ডগোলের অভিযোগে ২ জন স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ (Lathi Charge) করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাফ।
আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন