SIR News: শুনশান এলাকা, ঘরে তালা, ঝুপড়িও খালি সীমান্ত-লাগোয়া গ্রামে ; SIR শুরু হতেই গ্রামছাড়া প্রায় ১২-১৩টি পরিবার ?
India-Bangladesh Border : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে সরু একটা খাল। সীমান্তের এই এলাকায় বেশ খানিকটা জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া নেই।

প্রদ্য়োৎ সরকার ও সুজিত মণ্ডল: ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফর্ম দিতে বাড়ি যাচ্ছেন BLO, কিন্তু ঘরে নেই কেউ। এক, দু'টো নয়, নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের হুদো দিগম্বরপুরে গ্রামে SIR পর্ব শুরু হতেই গ্রাম ছেড়েছেন একাধিক পরিবার, আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে, এমনই অভিযোগ করছেন এলাকারই তৃণমূলের বুথ লেভেল এজেন্ট। এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। তৃণমূলের বিরুদ্ধে টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢোকানোর অভিযোগ করেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।
SIR আবহে বহু অনুপ্রবেশকারীই এখন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে মরিয়া। কিন্তু এরা নিয়ম মেনে ফেরার চেষ্টা করলেও, এর বাইরেও কি আরও অসংখ্য় অনুপ্রবেশকারী SIR-এর চাপে চোরাপথে বাংলাদেশ মুখী হয়েছেন ? প্রশ্নটা উঠছে কারণ, একাধিক ছবি। কখনও উত্তর ২৪ পরগনার বিশরপাড়ার, কখনও মধ্য়মগ্রামের বিশ্বাসপাড়া , কখনও নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের হুদো দিগম্বরপুরের গ্রাম। ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা। খালি হয়ে যাচ্ছে ঝুপড়ি। হঠাৎ তালা পড়ছে ঘরে। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামে প্রায় শতাধিক পরিবারের বাস। বহু মানুষের রয়েছে ভোটার কার্ড। অথচ এনুমারেশ ফর্ম দিতে এসে অনেককেই বাড়িতে পাওয়া যাচ্ছে না। অভিযোগ, 'SIR' শুরু হতেই গ্রামছাড়া হয়েছে প্রায় ১২-১৩টি পরিবার। সীমান্ত পেরিয়ে অনেকেই চলে গেছেন বাংলাদেশে। কৃষ্ণগঞ্জের হুদো দিগম্বরপুর গ্রামের বাসিন্দা জোটের বক্স মণ্ডল বলেন, যদি চলে যায় তো ভাল। এটা আমি জানি না। যদি ফর্ম না নেয় তাহলে আমি খুশি।" গ্রামবাসীর একাংশের বাংলাদেশ চলে যাওয়ার কথা স্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় বুথ লেভেল এজেন্টও।
তৃণমূল কংগ্রেসের BLA 2 সুকুমার বিশ্বাস বলেন, "তবজল মণ্ডল, পিতা জলিল মণ্ডল। তারপর ওখানে আছে মুকুর আলি মণ্ডল। তার একটা মেয়ে আছে। বিয়ে হয়ে গেছে বাংলাদেশে। সে চলে গিয়েছে। ওখানে বদলুর রহমান পিতা নজরুল মণ্ডল। এর ছেলেও বাংলাদেশে শিফটিং হয়ে গেছে শুনেছি। শুনেছি ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে।"
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে সরু একটা খাল। সীমান্তের এই এলাকায় বেশ খানিকটা জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া নেই। অভিযোগ, সেই পথ দিয়ে চলে পারাপার। নদিয়ায় বিজেপির জেলা সম্পাদক অমিত প্রামাণিক বলেন, "যারা ওপার বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে, এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূল। তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে তারা তো SIR আতঙ্কে বাড়িছাড়া হবেই।"
শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, "একটা মানুষ '২৪ সালে ভোট দিয়েছে, অথচ প্রচারটা এমনভাবে করা হচ্ছে যে এবার তাঁরা ভোট দিতে পারবেন না। তাঁরা ভারতের নাগরিক নন। এই জায়গাটা আটকানো খুব দরকার।" ভোটার তালিকায় ভূত ধরতে অভিযানে নেমেছে নির্বাচন কমিশন। SIR-এর পর্ব শুরু হতেই শয়ে শয়ে অনুপ্রবেশকারীর বাংলাদেশে ফেরার ছবিও ধরা পড়েছে। এই পরিস্থিতিতে নদিয়ার কৃষ্ণগঞ্জে এই ছবি। ফের উঠছে প্রশ্ন, তাহলে কি এসআইআর-এর ভয়েই।






















