Nadia News : ক্লাসরুমের মধ্যেই বিভাগীয় প্রধানকে সিঁদুর প্রথম বর্ষের ছাত্রের ! ভাইরাল ভিডিও
MAKAUT Student Marries Teacher : সাক্ষী হিসেবে তিনজনের সইও রয়েছে তাতে। এই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বসল 'বিয়ের আসর'। বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র। হল মালাবদল, সাতপাকে ঘোরা থেকে শুরু করে শুভদৃষ্টিও। যদিও এটিকে একটি প্রজেক্টের অংশ বলে দাবি করেছেন ওই অধ্যাপিকা। আপাতত তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
কী আছে ভাইরাল ভিডিওয় ?
পাত্রী অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান। পাত্র তাঁরই ছাত্র। প্রথম বর্ষের পড়ুয়া। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে। সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্যাডের ছবি। যেখানে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণের অঙ্গীকার করেছেন বিভাগীয় প্রধান ও প্রথম বর্ষের ছাত্র। সাক্ষী হিসেবে তিনজনের সইও রয়েছে তাতে। এই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে।
সূত্রের খবর, বিতর্কের মুখে ওই অধ্যাপিকা জানিয়েছেন ক্লাসরুমে বিয়ের ঘটনা আদৌ সত্যি নয়। পুরোটাই একটি প্রজেক্টের অংশ।
ক্লাসরুমে অধ্যাপিকা ও ছাত্রের মালাবদলের ছবি-ভিডিও সামনে আসতেই পদক্ষেপ নিয়েছে ম্যাকাউট কর্তৃপক্ষ।
আপাতত ছুটিতে পাঠানো হয়েছে ওই অধ্যাপিকাকে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অন্তবর্তীকালীন উপাচার্য তাপস চক্রবর্তী, ওই অধ্যাপিকা ও পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য করতে চাননি তাঁরা।
আরও পড়ুন :
'জনস্রোত, পরপর পড়তে লাগল মানুষ', ঠিক কী ঘটেছিল দুর্ঘটনার মুহূর্তে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
