Nadia News: বোমায় ছিন্নভিন্ন তামান্না, কৃষ্ণনগরে SP অফিস অভিযান, বিচারের দাবিতে SFI ও DYFI অভিযান ঘিরে ধুন্ধুমার
SFI DYFI Abhijan Chaos: বোমায় ছিন্নভিন্ন তামান্না, প্রতিবাদে বাম বিক্ষোভে তুলকালাম

নদিয়া: কালীগঞ্জ উপনির্বাচনে গণনার দিনই বোমায় ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। কসবাকাণ্ডের পাশাপাশি রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়াতে, বিরোধীরা হাতিয়ার করছে কালীগঞ্জের তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্য়ুকেও। সন্তানহারা মায়ের বুকফাটা কান্না আজও থামেনি!কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জেতার দিনে, চোখের সামনে দেখেছেন, জয়োল্লাসের বোমায়, একমাত্র মেয়েকে ছিন্নভিন্ন হয়ে যেতে।এদিকে এই ঘটনায় এখনও অধরা ১৪ জন। এদিন বিচারের দাবিতে প্রতিবাদে নামে বাম সংগঠনগুলি।
আরও পড়ুন, ১৮ দিন মহাকাশে কাটিয়ে ফিরলেন শুভাংশুরা, আনন্দে উচ্ছ্বসিত মহাকাশচারীর পরিবার
এদিন এসএফআই, ডিওয়াইএফআইয়ের অভিযান ঘিরে ইতিমধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতেই কালীগঞ্জের মোলান্ডিতে তামান্নার বাড়িতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তাঁর সামনে সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন নিহত নাবালিকার মা। তামান্নার মা জাতীয় মহিলা কমিশনের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। FIR-এ নাম থাকা ২৪ অভিযুক্তর মধ্যে ১৪ জন এখনও অধরা। এনিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন তামান্নার মা।
পুলিশ বলছে, তাদেরকে (অভিযুক্তদের) খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি বিশ্বাস করছেন? প্রশ্নের উত্তরে, নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেছিলেন,'না, বিশ্বাস করছি না। বিশ্বাস করব না। প্রথমেই বলব পুলিশ যদি খুঁজে না পায়, তাহলে পুলিশ একদম অপদার্থ। পুলিশ যে খুঁজে পাবে না! কোন গর্তে আছে (অভিযুক্তরা)? খুঁজে পাবে না! খুঁজে বের করার জন্য পুলিশ আছে। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না। মমতাদি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমি তামান্নার আব্বু-মা-সহ পরিবার মিলেথানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি। যে MLA এখন পর্যন্ত ওঁর পাত্তা নেই, তো আমাকে অনশনে বসতে বাধ্য করছেন ওঁরা।'
জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেছিলেন, এই মেয়েটির এই খুনের ব্যাপারে যাতে আইনের কোনও গাফিলতি না হয়, সঠিক সময়ে যাতে বিচার পায়, তার জন্য যা যা করতে হয়, কমিশন তাই তাই করবে। ঘটনাস্থল ঘিরে রাখতে হবে, একবার ফরেন্সিক হয়েছে, আর একবার ফরেন্সিক CBI এসে করবে না, কি গ্যারান্টি আছে? বা অন্য কোনও সংস্থা বা এজেন্সি CID এসে করবে না তার কোনও গ্যারান্টি নেই। এটা সংরক্ষণ করা উচিত ছিল।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)























