West Bengal News LIVE : আর জি কর মামলায় চিকিৎসকের বাড়িতে CBI
West Bengal News LIVE Update : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE

Background
কলকাতা: ১৮ দিন মহাকাশে কাটিয়ে ফিরলেন শুভাংশুরা। ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের বুকে সফল অবতরণ। উচ্ছ্বসিত মহাকাশচারীর পরিবার।হেনস্থার অভিযোগে বালেশ্বর কলেজেই গায়ে আগুন। ভুবনেশ্বর এইমসে মৃত্যু ছাত্রীর। অপরাধীদের কড়া শাস্তির হুঁশিয়ারি ওড়িশার মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ওড়িশা বন্ধের ডাক বিরোধীদের। ভাঙড় হত্যাকাণ্ডে একাধিক তৃণমূল নেতা-কর্মী গ্রেফতার হলেও ISF-র দিকেই আঙুল সওকতের। ফের বীরভূমের পুলিশ সুপারকে তলব। গতকাল ভার্চুয়াল হাজিরার পর ২৩ জুলাই দিল্লিতে ডেকে পাঠাল জাতীয় মহিলা কমিশন।আবার নিম্নচাপ। সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। বিজেপির রাজ্যে বাঙালিকে অপমানের অভিযোগে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে নরেন্দ্র মোদির জনসভা ঘিরে তৎপর বঙ্গ বিজেপি।
West Bengal News : হাইকোর্টে আগাম জামিনের আবেদন TMC বিধায়ক-সহ ৩ জনের
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের চার্জশিটে নাম উল্লেখ করেছিল সিবিআই! এবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ।
Himanta Attacks TMC: তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব অসমের মুখ্যমন্ত্রীর
'বিজেপি-শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি-তকমা’, তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব অসমের মুখ্যমন্ত্রীর ।'বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুদ্ধ চালাচ্ছে অসম সরকার। আমার বক্তব্য বিকৃত করে আমাদের অবস্থানকে বাঙালি বিরোধী আখ্যা দিতে চাইছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের আড়াল করার চক্রান্ত তৃণমূলের। বাঙালি-সহ অসমের সব বাসিন্দা আমাদের অবস্থান বোঝেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের আপসহীন অবস্থানকে তাঁরা সমর্থনও করেন', তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।






















